প্রতিবেদন : বাড়ির অন্যান্য বাসিন্দাদের সম্মতি ছাড়া বসবাসের জায়গায় সিসিটিভি লাগানো যায় না। কলকাতা হাইকোর্টের এ-সংক্রান্ত একটি তাৎপর্যপূর্ণ রায় বহাল রাখল দেশের শীর্ষ আদালত (Supreme Court)। বিচারপতি দীপঙ্কর দত্ত ও বিচারপতি মনমোহনের বেঞ্চ কলকাতা হাইকোর্টের নির্দেশের বিরুদ্ধে শীর্ষ আদালতে দায়ের হওয়া স্পেশাল লিভ পিটিশন খারিজ করে দিয়েছে।
সমস্যা দুই ভাইয়ের মধ্যে। এক ভাই ঘরে গুরুত্বপূর্ণ মূল্যবান সামগ্রীর উপর নজরদারি করার জন্য পাঁচটি সিসিটিভি ক্যামেরা লাগিয়েছিলেন। অন্যজন তাঁর ব্যক্তিগত গোপনীয়তা নষ্ট হচ্ছে দাবি করে আদালতের দ্বারস্থ হন। কলকাতা হাইকোর্টের বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য ও বিচারপতি উদয় কুমারের বেঞ্চ নির্দেশে জানায়, অন্যজনের সম্মতি ছাড়া যৌথ বসবাসকারী গৃহে সিসিটিভি ক্যামেরা লাগানো ব্যক্তিগত গোপনীয়তার অধিকারকে খর্ব করে। যা ভারতীয় সংবিধানের ২১ নং ধারার ব্যক্তিগত গোপনীয়তার অধিকারের পরিপন্থী। কলকাতা হাইকোর্টের দুই বিচারপতির বেঞ্চ ওই পাঁচটি সিসিটিভি ক্যামেরা খুলে ফেলার নির্দেশ দিয়েছিল। কলকাতা হাইকোর্টের এই নির্দেশকে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতে স্পেশাল লিভ পিটিশন দায়ের হয়। কিন্তু সেই আবেদন খারিজ করে দিয়ে হাইকোর্টের নির্দেশই বহাল রাখল সুপ্রিম কোর্ট (Supreme Court)।
আরও পড়ুন-এয়ারফোর্স ওয়ান : ট্রাম্পের জন্য ‘ফ্রি’ উড়ন্ত উপহার কাতারের!