খেলা

ঝোড়ো সেঞ্চুরি করে দলকে টানছেন হেড

ব্রিসবেন, ৯ ডিসেম্বর : মাত্র ৬ রানের জন্য সেঞ্চুরি হাতছাড়া হল ডেভিড ওয়ার্নারের। ঝকঝকে হাফ সেঞ্চুরি হাঁকালেন মার্নাস লাবুশানে। চাপের মুখে ট্র্যাভিস হেডের ঝোড়ো সেঞ্চুরি। ফলে ব্রিসবেন টেস্টের দ্বিতীয় দিনের শেষেই চালকের আসনে অস্ট্রেলিয়া।
যদিও এতগুলো ক্রিকেটীয় ঘটনাকে ছাপিয়ে যাচ্ছে নো বল নিয়ে বিতর্ক! আর এই বিতর্কের কেন্দ্রবিন্দু বেন স্টোকস। একটি-দু’টি নয়, ইংরেজ অলরাউন্ডারের বিরুদ্ধে অভিযোগ ১৪টি নো বল করার!

আরও পড়ুন-জয়ের আগেই জয়

বৃহস্পতিবার নিজের প্রথম ওভারের চতুর্থ বলে ওয়ার্নারকে বোল্ড করেন স্টোকস। যদিও তৃতীয় আম্পায়ার জানান, স্টোকস নো বল করেছেন। ফলে বেঁচে যান ওয়ার্নার। এই ঘটনার পর টিভি রিপ্লেতে ধরা পড়ে, ওই ওভারের আগের তিনটি বলও স্টোকস নো বল করেছিলেন! কিন্তু প্রযুক্তিগত ত্রুটির কারণে তা ধরতেই পারেননি আম্পায়াররা।

আরও পড়ুন-জঙ্গলমহলে বিজেপির হাতছাড়া এক পঞ্চায়েত

আইসিসি-র নতুন নিয়ম অনুযায়ী, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রতিটি টেস্টের সময় বোলারদের সামনের পা কোথায় পড়ছে, তা দেখার দায়িত্ব তৃতীয় আম্পায়ারের। কিন্তু যে যন্ত্রে এটা ধরে পড়ে, সেটা নাকি খারাপ হয়ে গিয়েছিল। তাই এদিন ফিল্ড আম্পায়াররাই নো বলের দিকে নজর রাখছিলেন। শুধু কোনও ব্যাটসম্যান আউট হলে, তৃতীয় আম্পায়ার টিভি রিল্পে দেখে নো বল হয়েছে কি না, তা দেখছিলেন। এদিকে, অস্ট্রেলীয় টিভি চ্যানেল—‘চ্যানেল সেভেন’-এর দাবি, স্টোকস নিজের প্রথম পাঁচ ওভারে ১৪বার ওভার স্টেপ করছেন। এর মধ্যে মাত্র দু’টি ডেলিভারিকে ফিল্ড আম্পায়াররা নো বল ধরেছেন!

আরও পড়ুন-বৃষ্টি বিঘ্নিত ম্যাচে হার, হতাশ বাংলা

এদিকে, দ্বিতীয় দিনের শেষে অস্ট্রেলিয়ার রান ৭ উইকেটে ৩৪৩। প্রতিপক্ষ ইংল্যান্ডের থেকে এখনই ১৯৬ রানের লিড নিয়েছে অস্ট্রেলীয়রা। ক্রিজে রয়েছেন হেড। যিনি মাত্র ৯৫ বলে ১১২ রান করে অপরাজিত রয়েছেন। হেডের সঙ্গী মিচেল স্টার্ক ব্যাট করছেন ১০ রানে।
এর আগে ওয়ার্নারের ৯৪ ও লাবুশানের ৭৪ রান অস্ট্রেলিয়ার বড় ইনিংসের ভিত গড়ে দিয়েছিল। কিন্তু মার্কাস হ্যারিস (৩), স্টিভ স্মিথ (১২), ক্যামেরুন গ্রিনদের (০) ব্যর্থতায় একটা সময় ১৯৫ রানেই ৫ উইকেট হারিয়ে বসেছিল অস্ট্রেলিয়া।

সেখান থেকে দলকে টেনে তোলেন বাঁ হাতি হেড। আগ্রাসী মেজাজে ব্যাট করে মাত্র ৮৫ বলে ব্যক্তিগত সেঞ্চুরি পূর্ণ করেন তিনি। যা হেডের তৃতীয় টেস্ট শতরান। ইংল্যান্ডের বোলারদের মধ্যে ৪৮ রানে ৩ উইকেট দখল করেন ওলি রবিনসন।

Jago Bangla

Recent Posts

দিনের কবিতা

‘জাগোবাংলা’য় (Jago Bangla) শুরু হয়েছে নতুন সিরিজ— ‘দিনের কবিতা’ (poem of the day)। মমতা বন্দ্যোপাধ্যায়ের…

2 minutes ago

মঙ্গলবার ডায়মন্ড হারবারে সেবাশ্রয়-২ পরিদর্শনে অভিষেক বন্দ্যোপাধ্যায়

মানুষের ছোট ছোট অসুবিধাগুলিকে দূর করে তাদের জীবন সহজ করা। সেবার মধ্যে দিয়ে কঠিন বাধা…

26 minutes ago

সত্যিই আসন্ন মোদির বিদায়বেলা? বয়স নিয়ে খোঁচা গড়করির

নাগপুর : এবারে কি সত্যিই ঘনিয়ে এল মোদির বিদায়বেলা? দলের অন্দর থেকেই সুস্পষ্ট বার্তা, অনেক…

10 hours ago

জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই, কিশতওয়ারে শহিদ জওয়ান

শ্রীনগর : সেনাবাহিনীর (Indian Army) সঙ্গে কিশতওয়ারের জঙ্গলে লুকিয়ে থাকা জঙ্গিদের গুলির লড়াই শুরু হয়েছিল…

10 hours ago

ট্রাম্পের শুল্কতোপের মুখেও অনড় ইউরোপের ঐক্য, পাল্টা পরিকল্পনা

ওয়াশিংটন: ইউরোপের দেশগুলির উপর শুল্কের ভার চাপিয়ে গ্রিনল্যান্ড (Greenland_America) দখল করার কৌশল নিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট…

10 hours ago

সাহিত্য অ্যাকাডেমির পাল্টা জাতীয় পুরস্কার ঘোষণা করলেন স্ট্যালিন

নয়াদিল্লি : কেন্দ্রীয় সরকারের সাহিত্য অ্যাকাডেমি পুরস্কার স্থগিত রাখার সিদ্ধান্তের প্রতিবাদে অভিনব পদক্ষেপ নিলেন তামিলনাড়ুর…

10 hours ago