আষাঢ়ে বর্ষা এখন আষাঢ়ে গল্প, বহাল অস্বস্তিকর গরম

আজ কলকাতায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ৯০ শতাংশের আশেপাশে। কড়া রোদের ফলে অস্বস্তিকর আবহাওয়া দক্ষিণের সব জেলায়।

Must read

দক্ষিণের জেলায় (South Bengal) কোনমতেই কমছে না গরম। ঘামে ভিজছে কলকাতা (Kolkata)। আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি ওপরে। এদিকে আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা প্রায় ২৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি সেলসিয়াস ওপরে। আজ কলকাতায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ৯০ শতাংশের আশেপাশে। কড়া রোদের ফলে অস্বস্তিকর আবহাওয়া দক্ষিণের সব জেলায়।

আরও পড়ুন-বিরাটি স্টেশনে বাজারের ব্যাগে ৭ মাসের শিশু

যদিও আজ কলকাতায় বিকেলে সামান্য বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা আছে। হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়া, মুর্শিদাবাদ এবং নদিয়ায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়াতে আজ ঝোড়ো হাওয়া বইতে পারে। ২৭ এবং ২৮ জুন দক্ষিণের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গের সর্বত্র বজ্রপাতের সতর্কতা জারি করা হয়েছে। কয়েকটি জায়গায় ৩০ থেকে ৪০ কিমি প্রতি ঘণ্টা গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। ২৯ এবং ৩০ জুন উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরের কিছু জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। ইতিমধ্যেই তিন জেলায় জারি করা হয়েছে হলুদ সতর্কতা। ১ এবং ২ জুলাই দক্ষিণের সব জেলায় বৃষ্টি হবে।

আরও পড়ুন-বিরাটি স্টেশনে বাজারের ব্যাগে ৭ মাসের শিশু

প্রসঙ্গত, আজ ভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি থাকবে উত্তরবঙ্গের ওপরের পাঁচ জেলায়। ২৭ জুন থেকে টানা ৩০ জুন পর্যন্ত উত্তরের ওপরের পাঁচ জেলা অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি হবে। ২৯ এবং ৩০ জুন ভারী বৃষ্টি হতে পারে উত্তর দিনজপুরেও। ১ এবং ২ জুলাই উত্তরের সব জেলায় বৃষ্টি জারি থাকবে। যদিও ২৭ এবং ২৮ জুন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রির কাছাকাছি থাকার সম্ভাবনা আছে। ২৯ জুন কলকাতার সর্বোচ্চ পারদ ৩৩ ডিগ্রি সেলসিয়াস হতে পারে। ৩০ তারিখ ৩২ ডিগ্রি এবং ১ ও ২ জুলাই ৩১ ডিগ্রি সেলসিয়াস হবে বলেই জানানো হয়েছে।

Latest article