প্রতিবেদন : দিন কয়েক আগেই রবীন্দ্র সরোবরে মাছের মড়ক দেখা গিয়েছিল। বিশেষজ্ঞরা জানিয়েছিলেন ভয়ানক দূষণে সরোবরের জলে অক্সিজেনের মাত্রা কমে গিয়েই বিপত্তি। সে কারণে এবারও রবীন্দ্র এবং সুভাষ সরোবরে হবে না ছটপুজো। পরিবর্তে বিকল্প জলাশয়ে যাবতীয় ব্যবস্থা রাখছে পুরসভা ও কেএমডিএ। এদিকে সরোবরের সমস্ত ঝরনা কেএমডিএ-র নির্দেশে সরিয়ে নেওয়া হল জলের অক্সিজেনের মাত্রায় সমতা আনতে।
আরও পড়ুন-চাপের মুখে বাড়তি ভাড়া প্রত্যাহার রেলের
সুপ্রিম কোর্টের স্পষ্ট নির্দেশ সত্ত্বেও গত বছর পুলিশের সামনেই মিছিল করে রবীন্দ্র সরোবরে ছটপুজো করেছিলেন কিছু পুণ্যার্থী। ধর্মীয় ভাবাবেগের কথা মাথায় রেখে বলপ্রয়োগ করেনি পুলিশ এবং কেএমডিএ। তবে এবছর আগাম ব্যবস্থা নিচ্ছে কলকাতা পুরসভা এবং কেএমডিএ। এবং বিকল্প ঘাটগুলি নিয়ে জোরদার প্রচার শুরু হয়েছে এখন থেকেই।