সংবাদদাতা, নন্দীগ্রাম : স্থানীয় বিজেপি নেতা-কর্মীদের খারাপ আচরণ এবং দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে এবার বিজেপি ছাড়লেন নন্দীগ্রামের একাধিক প্রথম সারির বিজেপি নেতা ও কর্মী। রবিবার রীতিমতো সাংবাদিক বৈঠক করে স্থানীয় বিজেপি নেতৃত্বের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে তাঁরা বিজেপি ত্যাগের ঘোষণা করেন। যাঁদের মধ্যে রয়েছেন বিজেপির নন্দীগ্রাম-১ পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ দেবাশিস দাস ও বিজেপির জেলা কমিটির সদস্য অশোক করণ। তাঁদের সঙ্গেই প্রায় ৫০ জন কর্মী এদিন সাংবাদিক বৈঠক করে বিজেপি ত্যাগ করেন। তাঁদের অভিযোগ, প্রথম দিন থেকেই স্থানীয় বিজেপির কর্মীদের ঔদ্ধত্যপূর্ণ আচরণ, যা খুবই নিন্দনীয়। দলের নেতা-কর্মীদের চিন্তাভাবনার মধ্যে বিস্তর ফারাক রয়েছে।
বিজেপি পরিচালিত গ্রাম পঞ্চায়েতগুলিতে ব্যাপক দুর্নীতি চলছে। অভিযোগ জানিয়েও কোনও কাজ হচ্ছে না। সন্ধ্যা হলেই বোমার আওয়াজে কেঁপে ওঠে বিভিন্ন এলাকা। এই সব অভিযোগ তুলে রবিবার বিজেপি ত্যাগ করলেন তাঁরা। দেবাশিস দাস এবং অশোক করণ আগে তৃণমূলে ছিলেন। গদ্দার অধিকারীর হাত ধরে ২০২০ সালে বিজেপিতে যোগ দেন। অশোক বিজেপির জেলা কমিটির সদস্য। পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ ছিলেন দেবাশিস। পরে স্থানীয় গোকুলনগর গ্রাম পঞ্চায়েতের বিজেপির প্রধানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে তাঁকে গ্রেফতারের দাবিও জানিয়েছিলেন দেবাশিস। এই পরিস্থিতিতে রবিবার দলত্যাগের কথা ঘোষণা করেন তাঁরা। বলেন, এই দলে আর থাকা সম্ভব নয়। এ নিয়ে তৃণমূলের রাজ্যের সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, নন্দীগ্রাম বিরোধী দলনেতার এলাকা। সেখানে বিজেপি নেতারা কী করছেন তা ওদের বিষয়। এর ফলে কিছুদিন আগে যাঁরা বিজেপিতে গিয়েছিলেন তাঁরা এখন তৃণমূলে ফিরেছেন। তাঁরা পরিষ্কার বলেছেন, নন্দীগ্রাম ১-এ বিজেপি যা করছে তাঁরা এর সঙ্গে একমত নন। বিরোধী দলনেতার ওপর তাঁরা আস্থা হারিয়েছেন।
গ্রিনল্যান্ড (Greenland_Donald Trump) দখলে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার একধাপ এগিয়ে মঙ্গলবার ট্রাম্প তাঁর…
এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…
প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…
নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…
নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…
দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…