বিনেশদের মামলায় চাপে ব্রিজভূষণ

Must read

নয়াদিল্লি, ২৯ অগাস্ট : চাপ বাড়ল ব্রিজভূষণ শরণ সিংয়ের (Brij Bhushan Sharan Singh)। তাঁর বিরুদ্ধে ওঠা মহিলা কুস্তিগিরদের যৌন হেনস্থার অভিযোগের ভিত্তিতে হওয়া এফআইআর খারিজ করার আবেদন করেছিলেন সর্বভারতীয় কুস্তি সংস্থার প্রাক্তন প্রধান তথা বিজেপি নেতা (Brij Bhushan Sharan Singh)। কিন্তু ব্রিজভূষণের সেই আবেদন খারিজ করে দিল দিল্লি হাইকোর্ট বহাল রাখা হল নিম্ন আদালতের রায়কে। ফলে এখনই রেহাই পাচ্ছেন না তিনি।

আরও পড়ুন- মেঘালয়ের বিরোধী দলনেতা মুকুল সাংমাকে অভিনন্দন অভিষেকের

পাঁচজন মহিলা কুস্তিগিরের করা মামলার ভিত্তিতে চলতি বছরের মে মাসে ব্রিজভূষণের বিরুদ্ধে চার্ড গঠনের নির্দেশ দিয়েছিল দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত। তদন্তে বিজেপি নেতার বিরুদ্ধে যৌন হেনস্থার যথেষ্ট প্রমাণ পাওয়া গিয়েছে বলে সেই সময় বিচারক জানিয়েছিলেন। মোট ছ’টি মামলা হয়েছিল ব্রিজভূষণের বিরুদ্ধে। এর মধ্যে পাঁচটিতেই চার্জ গঠনের নির্দেশ দিয়েছিলেন বিচারক। নিম্ন আদালতের এই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন বিজেপি নেতা। কিন্তু বিচারক নীনা বনশল স্পষ্ট জানিয়ে দেন, এভাবে কোনও নির্দেশ দেওয়া যায় না। তবে ব্রিজভূষণের আইনজীবীকে ফের আবেদন করার জন্য দু’সপ্তাহ সময় দেওয়া হয়েছে। আগামী ২৬ সেপ্টেম্বর মামলার পরবর্তী শুনানি।

Latest article