প্রতিবেদন : ২০২২ সালে গোয়ায় বিধানসভা নির্বাচন। এই নির্বাচনকেই পাখির চোখ করেছে তৃণমূল কংগ্রেস। সেখানের গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, গোয়ার মানুষই গোয়া শাসন করবেন। এরপরেই বলেন, “দিল্লির দাদাগিরি চলবে না। গোয়ায় পরিবর্তন হবে।”
গোয়াকে ‘সোনার খনি’ আখ্যা দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, এখানে প্রচুর সুযোগ রয়েছে। কিন্তু কেউ দেখার নেই। তৃণমূল ক্ষমতায় এলে সব রকম উন্নয়ন হবে বলেও আশ্বাস দেন নেত্রী। তিনি জানান, গোয়ায় উন্নয়নের জন্যই এসেছেন। এখানকার মানুষরা বঞ্চিত।
আরও পড়ুন : আপনাদের মদতেই বিজেপি সরকার গড়েছে গোয়ায়, কংগ্ৰেসকে তোপ মমতা বন্দ্যোপাধ্যায়ের
তৃণমূল সুপ্রিমো স্পষ্ট জানিয়ে দেন, গোয়ায় জিতলে মুখ্যমন্ত্রী হবেন ভূমিপুত্রই। তবে, মমতা মনে করিয়ে দেন, বাংলার সঙ্গে গোয়ার তিনটি বিষয়ে মিল রয়েছে। এক ফুটবল, দুই মাছ আর তিন লোকসংগীত। বাংলার মানুষ ফুটবলপ্রেমী। গোয়াতেও বহু ফুটবল ক্লাব আছে। ISL–এর জন্য বাংলার এসসি ইস্টবেঙ্গল এবং এটিকে মোহনবাগান গোয়াতেই অনুশীলন এখন করছে। মাছ প্রসঙ্গে কথা বলতে গিয়েই মমতা অভিযোগ করেন, “গোয়ার মৎস্যজীবীরা বঞ্চিত। মানুষের কষ্টে আমরা কষ্ট পাই।” মমতা বলেন, গোয়ায় সব কিছু আছে। কিন্তু দেখার কেউ নেই। গোয়ায় অর্থনীতি আছে কিন্তু পথের দিশা নেই।
বিজেপির বিরুদ্ধে তোপ দেগে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “বিজেপির কোনও কালচার নেই। তাই ওরা কালো পতাকা দেখায় হোর্ডিং ভাঙে। মানুষ ওদের ব্লাকলিস্ট করবে।” পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি নিয়োগ কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ করেন তৃণমূল সুপ্রিমো। তিনি বলেন, “গ্যাসের দাম হাজার টাকা। পেট্রোল ডিজেলের দাম বাড়ছে। আর বিজেপি তালি বাজাচ্ছে।” গোয়ায় নির্বাচনী বৈঠকে গেলে ফুটবল নিয়ে যাবেন বলে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন তৃণমূল সুপ্রিমো।
এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…
প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…
নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…
নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…
দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…
অর্থোপেডিক সার্জারির এক নতুন দিগন্ত। হাড় বা অস্থি, দেহের অন্যতম শক্ত অংশ যা আমাদের শরীরের…