জীবন ও স্বাস্থ্যবিমার উপর জিএসটি নিয়ে সিদ্ধান্ত হয়নি

সাধারণ মানুষের স্বার্থে জীবনবিমা ও স্বাস্থ্যবিমার উপর থেকে জিএসটি কমানোর দাবিতে বারবার সোচ্চার হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল।

Must read

প্রতিবেদন: সাধারণ মানুষের স্বার্থে জীবনবিমা ও স্বাস্থ্যবিমার উপর থেকে জিএসটি কমানোর দাবিতে বারবার সোচ্চার হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। এবার কেন্দ্রীয় সরকার সংসদে জানিয়ে দিল, এলআইসি প্রিমিয়াম-এর উপর জিএসটি কমানোর বিষয়ে কোনও চূড়ান্ত সিদ্ধান্ত এখনও নেওয়া হয়নি। জিএসটি কাউন্সিল এই বিষয়টি খতিয়ে দেখার জন্য গঠিত মন্ত্রিগোষ্ঠীর চূড়ান্ত সুপারিশের অপেক্ষায় রয়েছে। মন্ত্রিগোষ্ঠীর সুপারিশগুলি কাউন্সিলের পরবর্তী বৈঠকে উত্থাপন করা হবে।

আরও পড়ুন-বর্ষপূর্তির মুখে ইউনুস জমানার হাল, খাদ্যনিরাপত্তাহীনতায় এখন এগিয়ে বাংলাদেশ!

সোমবার লোকসভায় কেন্দ্রীয় অর্থমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী পঙ্কজ চৌধুরী এই বিষয়ে তৃণমূল কংগ্রেস সাংসদ দীপক অধিকারীর প্রশ্নের জবাবে জানান, সমস্ত পণ্য ও পরিষেবার উপর জিএসটির হার ও ছাড় জিএসটি কাউন্সিলের সুপারিশের ভিত্তিতে নির্ধারিত হয়। জিএসটি কাউন্সিল একটি সাংবিধানিক সংস্থা, যেখানে কেন্দ্র এবং রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির সরকারের সদস্যগণ উপস্থিত থাকেন। স্বাস্থ্যবিমা এবং জীবনবিমার উপর জিএসটি সংক্রান্ত বিষয়টি ২০২৪ সালের ৯ সেপ্টেম্বর দিল্লিতে অনুষ্ঠিত জিএসটি কাউন্সিলের ৫৪তম বৈঠকে উত্থাপন করা হয়। বিস্তারিত আলোচনার পর কাউন্সিল জীবনবিমা এবং স্বাস্থ্যবিমার উপর জিএসটি সংক্রান্ত বিষয়গুলি সামগ্রিকভাবে খতিয়ে দেখার জন্য একটি মন্ত্রিগোষ্ঠী গঠনের সুপারিশ করে। এই মন্ত্রিগোষ্ঠী তাদের সুপারিশ চূড়ান্ত করার জন্য আরও সময় চেয়েছিল। সেইমতো পর্যালোচনার জন্য আরও সময় দরকার।

Latest article