আইএনটিটিইউসি-র নাম করে চাঁদা নয়

Must read

সংবাদদাতা, আসানসোল: তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি-র নাম করে দুর্গাপুজোর কোনও চাঁদা তোলা যাবে না। এমনকি শ্রমিক-কর্মচারীদের থেকেও নয়। যদি কেউ পুজোর চাঁদা চায়, দেবেন না। শনিবার আসানসোলে এই বার্তাই দিলেন তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি-র পশ্চিমবঙ্গ রাজ্য সভাপতি ও প্রাক্তন সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। জানালেন, ‘দলের কাছে অভিযোগ এসেছে, কেউ কেউ শ্রমিক সংগঠনের বদনাম করতে পুজোর নামে চাঁদা তুলছে। তাই আপনার সজাগ থাকুন, পুজোর কোনও চাঁদা দেবেন না।’

আরও পড়ুন : কাটোয়ার দুর্গা কানাডায়

ঋতব্রত আরও জানান, শ্রমিক সংগঠন পুজোর কোনও চাঁদা তোলে না। যদি কেউ জোরাজুরি করে, তবে শীর্ষনেতৃত্বের নজরে নিয়ে আসুন। আজ আসানসোলে আইএনটিটিইউসি-র পক্ষে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ছাড়াও ছিলেন আইন, বিচার ও পূর্ত বিভাগের ভারপ্রাপ্ত মন্ত্রী মলয় ঘটক, তৃণমূল কংগ্রেসের পশ্চিম বর্ধমান জেলার সভাপতি তথা বিধায়ক বিধান উপাধ্যায়, আইএনটিটিইউসি-র পশ্চিম বর্ধমান জেলার সভাপতি অভিজিৎ ঘটক, আসানসোল পুর নিগমের মুখ্য পুর প্রশাসক অমরনাথ চট্টোপাধ্যায়, বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী, শ্রমিকনেতা প্রভাত চট্টোপাধ্যায় প্রমুখ।

Latest article