”কোন অশুভ শক্তি আমাদের আটকাতে পারেনি কোনদিন” কেন্দ্রকে নিশানা জয়া দত্তর

আজ বৃহস্পতিবার তৃণমূল ছাত্র পরিষদের (TMCP) প্রতিষ্ঠা দিবস। গান্ধী মূর্তির পাদদেশ, মেয়ো রোডে চলছে বিশেষ সমাবেশ।

Must read

আজ বৃহস্পতিবার তৃণমূল ছাত্র পরিষদের (TMCP) প্রতিষ্ঠা দিবস। গান্ধী মূর্তির পাদদেশ, মেয়ো রোডে চলছে বিশেষ সমাবেশ। শুরুতেই সাংস্কৃতিক অনুষ্ঠানের পর বক্তব্য রাখলেন তৃণমূল ছাত্র পরিষদের (টিএমসিপি) প্রাক্তন রাজ্য সভানেত্রী ও পশ্চিমবঙ্গ তৃণমূল ছাত্র পরিষদের চেয়ারপার্সন জয়া দত্ত।

আরও পড়ুন-চালু হয়ে গেল ট্রাম্পের নতুন শুল্কনীতি, মহাবিপাকে ভারতের শ্রমনির্ভর ক্ষেত্রগুলি

এদিন মঞ্চ থেকে তিনি বলেন, ‘ মঞ্চে আছেন সঞ্চালক বৈশ্বানর চট্টোপাধ্যায়, আছেন রাজ্য সভাপতি সুব্রত বক্সী সহ সর্বোচ্চ নেতৃত্বরা। কিন্তু আমরা যাদের বক্তব্য শোনার অপেক্ষা করছি তিনি আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁরা আজ যে বার্তা দেবেন সেই বার্তা পাথেয় করে আমরা লড়াইটা আগামী দিনে করব। আমি সকল ছাত্র ছাত্রী, যারা শিক্ষার প্রগতি ও সঙ্গবদ্ধ জীবনকে গুরুত্ব দিয়ে পতাকা নিয়ে বিরোধীদের বিরুদ্ধে লড়াই করো তাঁদের ধন্যবাদ জানাচ্ছি। আমরা গণতান্ত্রিকভাবে বাংলার প্রতিটি কলেজে জয়যুক্ত হব। কোন অশুভ শক্তি আমাদের আটকাতে পারেনি কোনদিন, আগামীদিনেও পারবে না। কলেজ গেটে অন্যায়ের বিরুদ্ধে কেউ আন্দোলন করলে একমাত্র টিএমসিপি করে।”

আরও পড়ুন-”অন্যায়ের বিরুদ্ধে যে কোনও লড়াইয়ে, আমাকে পাশে পাবে” প্রতিষ্ঠা দিবসের সকালে তৃণমূল ছাত্র পরিষদকে বার্তা মুখ্যমন্ত্রীর

এরপরেই কেন্দ্রকে নিশানা করে তিনি বলেন, ”কেন্দ্র যেভাবে বঞ্চনা করছে বাংলাকে। ১০০ দিনের টাকা, গ্রামীণ সড়ক যোজনার টাকা কেন্দ্রীয় সরকার জোর করে আটকে রাখছে। এদিকে মুখ্যমন্ত্রী বাংলার উন্নয়নে কন্যাশ্রী, রূপশ্রী দিচ্ছেন। কেন্দ্র ভাবছে বাংলাকে এভাবে পিছিয়ে রাখবে। তারা জানে না এই বাংলার বাঘিনী মমতা বন্দ্যোপাধ্যায় ও সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। নরেন্দ্র মোদির কাছে তারা শিরদাঁড়া বিক্রি করেনি। মমতা বন্দ্যোপাধ্যায় লড়াই করেই যাবে। বাংলা ভাষায় কথা বললে বাংলাদেশী আখ্যা দিচ্ছে। মোদি ও কেন্দ্রীয় সরকার শুনে রাখো বাংলা ভাষা ও বাঙালিদের হেনস্থা হলে আগামীদিনে তৃণমূল ছাত্র পরিষদ তোমার বাসভবন ঘেরাও করবে। বাঙালিদের জন্য কেউ যদি লড়াই করে সেটা জননেত্রী করছে। বাংলার কৃষ্টি, উন্নয়ন রক্ষার স্বার্থে একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক লড়াই করছে। আমরা যারা ছাত্র পরিষদ আমাদের জানা উচিত আমাদের নেত্রী আকাশ থেকে মাটিতে পরেই মমতা বন্দ্যোপাধ্যায় হননি। ছাত্রজীবন থেকেই নিজের রাজনৈতিক ময়দান শক্ত করেছেন। তাঁর দেখানো পথেই আমরা লড়ব। কলেজ গেট থেকে একটাই আওয়াজ তুলবো। মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ! অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ।”

Latest article