পতাকা না কিনলে রেশন নয়! কেন্দ্রের ফতোয়ার নিন্দায় বিজেপি সাংসদ

Must read

প্রতিবেদন : বেশ কিছুদিন ধরেই কেন্দ্রের মোদি সরকারকে বিভিন্ন বিষয়ে কড়া ভাষায় আক্রমণ করতে দেখা গিয়েছে বিজেপির তরুণ সাংসদ বরুণ গান্ধীকে। বিজয় মালিয়া, নীরব মোদির মতো ঋণখেলাপী শিল্পপতিদের দেশ ছেড়ে পালিয়ে যাওয়া, তিন কৃষি আইন, কৃষকদের আত্মহত্যা, লখিমপুর খেরির ঘটনা নিয়ে একাধিকবার মোদি সরকারের সমালোচনা করেছেন বরুণ। এবার মোদির হর ঘর তেরঙ্গা নিয়েও কেন্দ্রকে বিঁধলেন এই বিজেপি নেতা।
বুধবার বরুণ ট্যুইট করেন, স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উৎসব যদি গরিবের উপরে বোঝা হয়ে ওঠে তাহলে সেটা নেহাতই দুর্ভাগ্যজনক। রেশন কার্ডধারীদের তেরঙ্গা কিনতে বাধ্য করা হচ্ছে। পতাকা না কিনলে মানুষের প্রাপ্য রেশনের অংশ কেটে নেওয়া হচ্ছে (No Flag No Ration)। গরিবের গ্রাস ছিনিয়ে তেরঙ্গার মূল্য আদায় করা অত্যন্ত লজ্জাজনক। নিজের এই ট্যুইটের সঙ্গে একটি ভিডিও-ও শেয়ার করেছেন বরুণ। সেখানে লোকদের বলতে শোনা যাচ্ছে, আমাদের কাছে রেশন কেনার টাকা নেই। তেরঙ্গা কেনার টাকা পাব কোথায়?

উল্লেখ্য, হর ঘর তেরঙ্গা কর্মসূচিতে কেন্দ্র ২০ কোটি বাড়িতে ত্রিবর্ণরঞ্জিত জাতীয় পতাকা লাগানোর সিদ্ধান্ত নিয়েছে। এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি পোস্ট। যাতে লেখা রয়েছে, হরিয়ানায় পতাকা না কিনলে রেশন দোকানে রেশন মিলবে না। রেশন গ্রাহকরা ২০ টাকা দিয়ে তেরঙ্গা না কিনলে তাঁরা আগস্ট মাসের গম পাবেন না (No Flag No Ration)। এবার সেই ভাইরাল বার্তাকে সামনে রেখেই মোদি সরকারকে আক্রমণ করলেন বরুণ।

আরও পড়ুন:  অঙ্ক কষে জোট বদল, ফের মুখ্যমন্ত্রীর শপথ নীতীশের

Latest article