ইতিহাস যারা বিকৃত করছে তাদের ক্ষমা নয় : চন্দ্রিমা

Must read

সংবাদদাতা, শিলিগুড়ি ও জলপাইগুড়ি : ‘ইতিহাস যারা বিকৃত করছে, তাদের ক্ষমা নয়, যারা বাংলার মানুষকে অপমান করে, তাদের একটা ভোটও নয়।’ শিলিগুড়িতে দলীয় কর্মিসভায় হুঙ্কার দিলেন রাজ্য মহিলা তৃণমূল সভানেত্রী তথা স্বাস্থ্য রাষ্ট্রমন্ত্রী মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য (Chandrima bhattacharya)। আগামী বিধানসভা নির্বাচনের আগে তৃণমূলের মহিলাকর্মীদের শক্তিশালী করতে শিলিগুড়ি ও জলপাইগুড়িতে কর্মিসভা করল দার্জিলিং জেলা তৃণমূল মহিলা কংগ্রেস। শিলিগুড়িতে চন্দ্রিমা (Chandrima bhattacharya) ছাড়াও ছিলেন পাপিয়া ঘোষ, জেলা তৃণমূল মহিলা সভানেত্রী সুস্মিতা সেনগুপ্ত, ডেপুটি মেয়র রঞ্জন সরকার, ১ নম্বর বোরো চেয়ারম্যান গার্গী চট্টোপাধ্যায়, প্রীতিকণা বিশ্বাস, অভয়া বোস প্রমুখ। কর্মিসভায় বিজেপির মিথ্যাচারের বিরুদ্ধে মহিলাদের দুর্গারূপে সোচ্চার হওয়ার আহ্বান জানান পাপিয়া। বিজেপির বিরুদ্ধে তীব্র কটাক্ষ করে চন্দ্রিমা বলেন, বাংলা বললেই যদি বাংলাদেশি হয় তাহলে সংবিধানের অবমাননা করছে বিজেপি, তার উত্তর আছে কেন্দ্রের কাছে? মোদির বাংলা সফরকেও কটাক্ষ করলেন। বললেন, অন্য রাজ্যে বাংলাভাষীদের তাড়িয়ে দেওয়া হচ্ছে। বাংলার প্রতি আর্থিক বঞ্চনা করছে কেন্দ্র। অথচ বাংলায় এসে বাংলা ভাষায় কথা বলছেন প্রধানমন্ত্রী! উনি একজন পরিযায়ী নেতা। প্রধানমন্ত্রীকে সম্মান দিয়েই বলছি, এসব বাংলায় হবে না।
জলপাইগুড়ি জেলা পরিষদ হলে আয়োজিত কর্মিসভাতেও যোগ দেন চন্দ্রিমা। ছিলেন জেলা তৃণমূল চেয়ারম্যান খগেশ্বর রায়, জেলা মহিলা সভানেত্রী নুরজাহান বেগম, জেলা পরিষদের সভাধিপতি কৃষ্ণা রায়বর্মন, বিধায়ক ডাঃ প্রদীপকুমার বর্মা, পাপিয়া পাল, মহুয়া গোপ, গৌতম দাস প্রমুখ। চন্দ্রিমা বলেন, নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্ত করতে হলে মহিলা সংগঠনকে আরও ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আগামী বিধানসভা নির্বাচনে মহিলারা এক বড় শক্তি হয়ে উঠবেন।

আরও পড়ুন- মোদি-শাহ যেখানে যাবে, সেখানেই জিতবে তৃণমূল, ভাষা আন্দোলনে জয় হিন্দ বাহিনী

Latest article