লন্ডন, ১০ জুন : বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ খেতাব ধরে রাখার লড়াইয়ে ভারতকে প্রতিপক্ষ হিসেবে না পাওয়ায় খুশি অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। দেশের মাটিতে গত বর্ডার-গাভাসকর সিরিজে জসপ্রীত বুমরাদের হারিয়ে ভারতের টানা তিনবার টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলার স্বপ্ন শেষ করে দেন কামিন্সরা। আজ বুধবার থেকে লর্ডসে টেস্ট চ্যাম্পিয়শিপ ফাইনালে অস্ট্রেলিয়ার প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। প্রথমবার কাগিসো রাবাডারা ফাইনালে অংশ নেবেন। আরও একটা আইসিসি ট্রফির ফাইনালের আগে অজি অধিনায়ক কামিন্স কার্যত স্বীকার করে নিলেন, ফাইনালে ভারত না ওঠায় ভালই হয়েছে। বুঝিয়ে দিলেন, ভারত-অস্ট্রেলিয়া ফাইনাল ব্যাপারটা একঘেয়েমি হয়ে যাচ্ছিল।
আরও পড়ুন-পকেটমারের থেকেও দ্রুততম ধোনির হাত
কামিন্স বলেন, ‘বেশ কিছু দিক থেকে অনেকে ভারতকে ফাইনালে আশা করেন। ইংল্যান্ড ঘরের মাঠে বেশ শক্তিশালী এবং নিউজিল্যান্ড সবসময় ফাইনালে ওঠে বলে মনে হয়। কিন্তু আইসিসি ইভেন্টে দক্ষিণ আফ্রিকার ক্ষেত্রেও একই ঘটনা ঘটতে পারে। আমরা টেস্ট ক্রিকেটে খুব বেশি দলকে দেখতে পাই না। তবে ভারত-অস্ট্রেলিয়া ফাইনালের চেয়ে এবারের লড়াইটা আলাদা এবং দারুণ হবে।’ যোগ করেন, ‘ফাইনালে আমাদের পথটা কঠিন ছিল। দক্ষিণ আফ্রিকার ফাইনালে ওঠার রাস্তাটা অবশ্য আলাদা ছিল। তাতে ওদের দোষ দেখি না। ওদের বোলিং সবসময় অসাধারণ। কেশব মহারাজ একজন শক্তিশালী স্পিনার এবং তাদের কাছে প্রচুর ফাস্ট বোলার রয়েছে যারা চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে তৈরি থাকে।’
অস্ট্রেলীয় ব্যাটার স্টিভ স্মিথ মনে করছেন, লর্ডসের বাইশ গজে স্পিনের ভূমিকা থাকবে। ম্যাচে বৃষ্টির আশঙ্কাও রয়েছে। নাথান লিয়ন বলেন, ‘এবারও চ্যাম্পিয়ন হলে আমরা সর্বকালের অন্যতম সেরা অস্ট্রেলিয়া দল হয়ে উঠতে পারি।’ দক্ষিণ আফ্রিকার সামনে আইসিসি ট্রফি জয়ের খরা কাটানোর হাতছানি। আগের দিনই ফাইনালের প্রথম একাদশ ঘোষণা করে দিয়েছেন অধিনায়ক টেম্বা বাভুমা। অলরাউন্ডার উইয়ান মোলডার দলে রয়েছেন।
বরোদা, ১৯ জানুয়ারি : ডব্লুপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর স্বপ্নের দৌড় অব্যাহত। সোমবার গুজরাট জায়ান্টসকে ৬১…
‘জাগোবাংলা’য় (Jago Bangla) শুরু হয়েছে নতুন সিরিজ— ‘দিনের কবিতা’ (poem of the day)। মমতা বন্দ্যোপাধ্যায়ের…
মানুষের ছোট ছোট অসুবিধাগুলিকে দূর করে তাদের জীবন সহজ করা। সেবার মধ্যে দিয়ে কঠিন বাধা…
নাগপুর : এবারে কি সত্যিই ঘনিয়ে এল মোদির বিদায়বেলা? দলের অন্দর থেকেই সুস্পষ্ট বার্তা, অনেক…
শ্রীনগর : সেনাবাহিনীর (Indian Army) সঙ্গে কিশতওয়ারের জঙ্গলে লুকিয়ে থাকা জঙ্গিদের গুলির লড়াই শুরু হয়েছিল…
ওয়াশিংটন: ইউরোপের দেশগুলির উপর শুল্কের ভার চাপিয়ে গ্রিনল্যান্ড (Greenland_America) দখল করার কৌশল নিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট…