প্রতিবেদন : এসএসসির (SSC) নতুন নিয়োগের ক্ষেত্রে কোনও হস্তক্ষেপ করবে না সুপ্রিম কোর্ট। সোমবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চ জানিয়ে দেয়, এই মামলায় আগে যে রায় ছিল, সেটাই বহাল থাকবে।
আরও পড়ুন-রাজ্যের হস্তক্ষেপে মুক্ত ওড়িশায় আটক বাংলার ৫ পরিযায়ী শ্রমিক
শীর্ষ আদালত জানিয়েছে, কোনও নিয়োগ যখন খারিজ হয়, তখন ভাল পড়ুয়ারাও ক্ষতিগ্রস্ত হন। কিন্তু যাঁরা ভাল পড়ুয়া, তাঁরা আবার নিযুক্ত হয়ে যাবেন। অর্থাৎ শীর্ষ আদালত মেনে নিয়েছে প্যানেল বাতিল হওয়ায় ক্ষতিগ্রস্ত হয়েছেন যোগ্য চাকরিপ্রার্থীরা। সেই সঙ্গে চাকরি বাতিলের রায় পূনর্বিবেচনার আর্জি খারিজ করে দিয়েছে শীর্ষ আদালত।

