যৌথ ঘোষণাপত্র হল না

বৃহস্পতিবার দিল্লিতে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর বলেন, ইউক্রেন সংঘাত নিয়ে মতপার্থক্য ছিল, যা আমরা মেটাতে পারিনি।

Must read

প্রতিবেদন : রাশিয়া-ইউক্রেন দ্বন্দ্বের জেরে জি-২০ বিদেশমন্ত্রীদের বৈঠকে কোনও যৌথ ঘোষণা জারি করা হল না। বৃহস্পতিবার দিল্লিতে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর বলেন, ইউক্রেন সংঘাত নিয়ে মতপার্থক্য ছিল, যা আমরা মেটাতে পারিনি। ফলে যৌথ ঘোষণা করা গেল না। এরকম যে হতে পারে তার আভাস মিলেছিল বুধবার রাতেই। ভারতের বিদেশসচিব কোয়াত্রার মন্তব্যেই তার ইঙ্গিত ছিল। জি-২০ বৈঠকে গোষ্ঠীভুক্ত দেশগুলি ছাড়াও বাংলাদেশ-সহ ৯টি দেশের বিদেশমন্ত্রী ও ১৩টি আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি উপস্থিত ছিলেন।

আরও পড়ুন-মেঘালয়ে বিজেপির চেয়ে বেশি তৃণমূল

তবে সেখানে জি-৭ গোষ্ঠীর গুরুত্বপূর্ণ সদস্য মার্কিন যুক্তরাষ্ট, ফ্রান্স ও জার্মানি ও জাপানের বিদেশমন্ত্রীরা ছিলেন না। কূটনৈতিক মহলে প্রশ্ন উঠছে, রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গেই লাভরভকে এড়াতেই মার্কিন যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানির বিদেশমন্ত্রীরা নৈশভোজের আসর এড়ালেন কি না? ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র প্রধান জোশেফ বোরেল জানিয়েছেন, যুদ্ধকে দ্ব্যর্থহীন ভাষায় নিন্দা করতে হবে। রাশিয়ার অপপ্রচারের জবাব দিতে হবে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের পরিস্থিতির চাপেই কোনও যৌথ ঘোষণাপত্র তৈরি করা যায়নি বলে মত কূটনৈতিক মহলের।

Latest article