২০ বছরে এই প্রথম, ব্যালন ডি’অরের দৌড়ে নেই মেসি ও রোনাল্ডো

Must read

প্যারিস, ৫ সেপ্টেম্বর : ব্যালন ডি’অরের (Ballon d’Or) আসরে মেসি-রোনাল্ডো যুগের অবসান! তেমনই ইঙ্গিত পাওয়া গেল ব্যালন ডি’অর পুরস্কারের জন্য ঘোষিত প্রাথমিক ৩০ জনের তালিকায়। যাতে নাম নেই আধুনিক ফুটবলের দুই মহাতারকার। শেষবার এমন ঘটনা ঘটেছিল ২০০৩ সালে। তারপর গত কুড়ি বছরে প্রত্যেকবারই প্রাথমিক তালিকায় নাম ছিল মেসি ও রোনাল্ডোর। এর মধ্যে মেসি ব্যালন ডি’অর জিতেছেন আটবার। রোনাল্ডো পাঁচবার।

২০০৮ থেকে ২০১৭ সাল— টানা ১০ বছর এই পুরস্কার দখলের লড়াই সীমাবদ্ধ ছিল মেসি ও রোনাল্ডোর মধ্যে। ২০১৮ সালে সেই আধিপত্যে ফাটল ধরান লুকা মদ্রিচ। সেবার ব্যালন ডি’অর পুরস্কার জিতেছিলেন ক্রোয়েশিয়া জাতীয় দলের অধিনায়ক তথা রিয়াল মাদ্রিদ তারকা। পরের বছর অবশ্য ফের এই পুরস্কার ছিলেন নেন মেসি। ২০২১ সালেও মেসি-ই ব্যালন ডি’অর জিতেছিলেন। ২০২২ সালে পুরস্কার পান করিম বেঞ্জেমা। গত বছর অষ্টমবারের মতো পুরস্কার জিতেছিলেন মেসি।

আরও পড়ুন-মৃত্যু হল সেই অ্যাথলিটের

দুই মহাতারকাই এখন ফুটবল জীবনের শেষপ্রান্তে দাঁড়িয়ে। তবে জাতীয় দল এবং ক্লাবের হয়ে চুটিয়ে খেলছেন। মেসি তো চলতি বছরেরই আর্জেন্টিনাকে টানা দ্বিতীয়বার কোপা আমেরিকা চ্যাম্পিয়ন করেছেন। অন্যদিকে, ক্লাব ও দেশের জার্সিতে একের পর এক গোল করে চলেছেন রোনাল্ডো। ২০২৩-’২৪ মরশুমে ক্লাব ও জাতীয় দলের হয়ে মোট ৪১ ম্যাচে ৩১ গোল করেছেন মেসি। রোনাল্ডো আবার পর্তুগাল ও আল নাসেরের হয়ে ৬৩ ম্যাচে ৫৭ গোল করেছেন।

এবারের ব্যালন ডি’অরের (Ballon d’Or) প্রাথমিক তালিকায় থাকা নামের মধ্যে সবথেকে উল্লেখযোগ্য নাম কিলিয়ান এমবাপের। তাঁর সঙ্গে পুরস্কার দখলের লড়াই মূলত আর্লিং হালান্ড, ভিনিসিয়াস জুনিয়র, জুড বেলিংহ্যাম, হ্যারি কেন, রড্রিদের। এ ছাড়া প্রাথমিক তালিকায় নাম রয়েছে লামিনে ইয়ামাল, বুকায়ো সাকারা। চলতি বছরের ২৮ অক্টোবর, প্যারিসে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে এঁদের মধ্যে থেকেই বেছে নেওয়া হবে বিজয়ীকে।

Latest article