তিন কৃষি আইনকে কেন্দ্র করে বিজেপির (BJP) সঙ্গে সম্পর্ক ভেঙেছিল শিরোমণি অকালি দলের (Shiromani Akali Dal)। গত সপ্তাহে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Prime Minister Narendra Modi) নিজে কৃষি আইন বাতিলের কথা ঘোষণা করেছেন। প্রধানমন্ত্রীর ঘোষণার পর অনেকেই জানতে আগ্রহী ছিলেন পাঞ্জাব বিধানসভা নির্বাচনের (Punjab Assembly Election) আগে স্যাড কি বিজেপির সঙ্গে জোট করবে! রাজনৈতিক মহলের ওই প্রশ্নের উত্তরে অকালি দলের প্রধান সুখবীর সিং বাদল জানালেন, বিজেপির (BJP) সঙ্গে তাঁরা আর হাত মেলাবেন না। শুধু নির্বাচনের কথা মাথায় রেখে বিজেপির সঙ্গে আর জোট নয়। পাঞ্জাব বিধানসভা নির্বাচনে তাঁরা মায়াবতীর বহুজন সমাজ পার্টির (Bahujan Samaj Party) সঙ্গে জোট বেঁধে লড়াই করবেন। অকালি দলের অভিযোগ, পাঞ্জাবে কংগ্রেস ও আম আদমি পার্টি (Aam Aadmi Party) একাধিক মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে ভোট কিনতে চাইছে৷
আরও পড়ুন: Subramanian Swamy: ফের মোদি সরকারকে নিশানা করলেন স্বামী