বঙ্গ

কোচবিহারে আর নয় বিজেপি, ৯-০ টার্গেট দিলেন অভিষেক

প্রতিবেদন : ২০২৬-এর বিধানসভার নির্বাচন শুধু বিজেপিকে হারানোর নির্বাচন নয়, ওদের শিক্ষা দেওয়ার নির্বাচন।
এবার কোচবিহারের রণসংকল্প সভা থেকেও হুঙ্কার দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek banerjee)। সেইসঙ্গে কোচবিহারের মঞ্চে হাঁটল ১০ ভূত। নির্বাচন কমিশনের খাতায় যাঁরা মৃত। তালিকায় রয়েছেন অশ্বিনী অধিকারী, কাজিমা খাতুন, আলিমান বেওয়া, মুর্শিদ আলম, আজিজুর রহমান, তপন বর্মনরা। কমিশনকে মোক্ষম খোঁচা দিয়ে অভিষেক বলেন, এঁরা সবাই জীবিত, অথচ ভোটার তালিকায় এঁদের অস্তিত্ব নেই। এর পরেই প্রশ্ন, মানুষের মৌলিক ভোটাধিকার কেড়ে নেওয়ার এই চেষ্টার জবাব দেবেন না?
কোচবিহারের এসআইআর-এর নামে সাড়ে তিন লক্ষ মানুষকে নতুন করে নোটিশ ধরানো হয়েছে বলে অভিযোগ অভিষেকের (Abhishek banerjee)। তৃণমূলের কর্মী-সমর্থকদের উদ্দেশে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেন, যাঁরা কমিশনের নোটিশ পেয়েছেন, তাঁদের সবার নাম যেন ভোটার লিস্টে থাকে, এটা দলের কর্মীদের নিশ্চিত করতে হবে। দিল্লির বিষয়টা আমরা বুঝে নেব। কর্মীদের উদ্দেশে অভিষেক বলেন, বাঙালিদের বাংলাদেশি বলে দাগিয়ে দিচ্ছে। এটা শুধু তৃণমূল বনাম বিজেপি নয়, বাংলার অধিকার বনাম বিজেপির লড়াই।
কোনও বুথে যেন বিজেপি জিততে না পারে, এটা সুনিশ্চিত করতে হবে।
অভিষেকের হুঁশিয়ারি, কথা দিচ্ছি দিল্লিতে তৃণমূল যাবে। মাঠে যা লোক হয়েছে দিল্লির নেতারা ছবি দেখবেন। রাতের ঘুম চলে যাবে। এক-তৃতীয়াংশ লোক দিল্লিতে যাবে? বঙ্গবাসীর সঙ্গে লড়বেন? আপনাদের থেকে হিন্দু ধর্ম শিখতে হবে? কোচবিহারের ঐতিহ্য শিখতে হবে? যারা এখানকার লোকদের বাংলাদেশি বলেছে। সুকান্ত-দিলীপ-নিশীথ-শুভেন্দু কী ভাষায় কথা বলেন? অসম সরকারের কী এক্তিয়ার আছে এখানে রাজবংশীদের এনআরসি নোটিশ দিচ্ছে! অসমের মুখ্যমন্ত্রীকে বলব, পাঙ্গা নেবেন না।
ইডিকে পাঠিয়ে জব্দ করতে চেয়েছিল, নিজেরাই জব্দ হয়েছে। যাদের হিয়ারিংয়ের লাইনে দাঁড়াতে হল ভোটের লাইনে দাঁড়িয়ে শপথ নেবেন। একটা ভোট যেন বিজেপি না পায়। যাতে কোনও বুথে বিজেপি না জেতে। আমি আবার একমাস পর আসব। যে বুথে বলবেন, অঞ্চলে বলবেন, যাব। ৯-০ করার দায়িত্ব আপনাদের। আপনাদের-আমার মাঝে দেওয়াল থাকলে আমি নিজে ভেঙে দেব। ট্রাফিক সিগন্যালের তিন রং। লাল মানে থামো। গেরুয়া মানে ধীরে চলো। সবুজ মানে এগিয়ে চলো। লড়াইয়ের জন্য প্রস্তুত?
নিশীথ প্রামাণিক প্রাক্তন। কী অহংকার! মাঝে মাঝে দিল্লি থেকে আসত, থেকে চলে যেত। আপনার রিপোর্ট কার্ড কোথায়? বাকিদের নিশীথের মতো প্রাক্তন করতে হবে৷ অনন্ত মহারাজকে ধন্যবাদ। অনন্ত মহারাজ নিজে বলছে। সত্যি কথা বলার জন্য স্যালুট জানাই।

আরও পড়ুন- এসআইআর : অতিরিক্ত চাপ দুশ্চিন্তায় বাইক থেকে পড়ে মৃত্যু বিএলওর

Jago Bangla

Recent Posts

সত্যিই আসন্ন মোদির বিদায়বেলা? বয়স নিয়ে খোঁচা গড়করির

নাগপুর : এবারে কি সত্যিই ঘনিয়ে এল মোদির বিদায়বেলা? দলের অন্দর থেকেই সুস্পষ্ট বার্তা, অনেক…

9 hours ago

জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই, কিশতওয়ারে শহিদ জওয়ান

শ্রীনগর : সেনাবাহিনীর (Indian Army) সঙ্গে কিশতওয়ারের জঙ্গলে লুকিয়ে থাকা জঙ্গিদের গুলির লড়াই শুরু হয়েছিল…

9 hours ago

ট্রাম্পের শুল্কতোপের মুখেও অনড় ইউরোপের ঐক্য, পাল্টা পরিকল্পনা

ওয়াশিংটন: ইউরোপের দেশগুলির উপর শুল্কের ভার চাপিয়ে গ্রিনল্যান্ড (Greenland_America) দখল করার কৌশল নিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট…

10 hours ago

সাহিত্য অ্যাকাডেমির পাল্টা জাতীয় পুরস্কার ঘোষণা করলেন স্ট্যালিন

নয়াদিল্লি : কেন্দ্রীয় সরকারের সাহিত্য অ্যাকাডেমি পুরস্কার স্থগিত রাখার সিদ্ধান্তের প্রতিবাদে অভিনব পদক্ষেপ নিলেন তামিলনাড়ুর…

10 hours ago

চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী মমতা, বলছে জনতা

সংবাদদাতা, বারাসত : জনসুনামির সাক্ষী থাকল উত্তর ২৪ পরগনার জেলা সদর বারাসত। সোমবার বারাসতের কাছারি…

10 hours ago

কমিশনের অমানবিকতার বিরুদ্ধে ধিক্কার জানিয়ে সরব তৃণমূল, হিয়ারিং হয়রানির প্রতিবাদে মিছিল করে স্মারকলিপি প্রদান

ব্যুরো রিপোর্ট: শুনানির নামে হয়রানির প্রতিবাদে রাজ্যজুড়ে গর্জে উঠেছে তৃণমূল (ECI_TMC)। সোমবার মালদহ, কোচবিহার, রায়গঞ্জে…

10 hours ago