রাজনৈতিক রং লাগবে না আন্দোলনে, অভিজিৎ-রুদ্রনীলকে গো ব্যাক স্লোগান

আরজি কর-কাণ্ডে জুনিয়র ডাক্তারদের আন্দোলনে রাজনৈতিক রং লাগাতে গিয়েছিলেন বিজেপির সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

Must read

প্রতিবেদন : আরজি কর-কাণ্ডে জুনিয়র ডাক্তারদের আন্দোলনে রাজনৈতিক (political) রং লাগাতে গিয়েছিলেন বিজেপির সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আন্দোলনকারীরা সপাট জবাবে জানিয়ে দিলেন, কোনও রাজনীতির রং আমাদের আন্দোলনে লাগবে না। অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে গো ব্যাক স্লোগান দিয়ে বিদায় জানান আন্দোলনকারীরা। সঙ্গে ছিলেন বিজেপির আর এক নেতা রুদ্রনীল ঘোষ। তাঁকেও এই আন্দোলনে কোনও এন্ট্রি দেননি আন্দোলনকারীরা। এদিন ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট পথে নামে।

আরও পড়ুন-নীতেশ, সুমিতের সোনা, পঞ্চম দিনে দুটি রূপোও

মিছিল যখন বিবি গাঙ্গুলি স্ট্রিটের দিকে এগিয়ে চলেছে, তখন ডাক্তারদের আন্দোলনে শামিল হতে চলে এসেছিলেন প্রাক্তন বিচারপতি বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বঙ্গ বিজেপির দুই মুখকে দেখে জ্বলে ওঠেন ডাক্তাররা। জানিয়ে দেন, তাঁরা কোনও রাজনীতির রং লাগতে দেবেন না আন্দোলনে। অভিজিৎ-রুদ্রনীলকে ঘিরে গো ব্যাক স্লোগান তোলেন। আর এরপরেই ওই মিছিল ছেড়ে বেরিয়ে যান অভিজিৎ-রুদ্রনীল।

Latest article