নয়াদিল্লি, ২৪ মার্চ : বিরাট কোহলি যে সব ফরম্যাটের নেতৃত্ব থেকে দাঁড়িয়েছেন, রবি শাস্ত্রীর মতে এটা স্মার্ট সিদ্ধান্ত। তাঁর ধারণা, কিং কোহলি এতে আইপিএলে নিজেকে আরও ভালভাবে প্রকাশ করতে পারবেন। ৩৩ বছরের বিরাটকে অধিনায়ক হিসাবে খুব কাছ থেকে দেখেছেন শাস্ত্রী। তিনি এও জানাচ্ছেন, টেস্ট অধিনায়ক হিসাবে বিরাট থেকে যেতেই পারতেন। কিন্তু বিরাট সরে দাঁড়ানোরই সিদ্ধান্ত নেন।
আরও পড়ুন-সুন্দরবনে ১৫০ কোটি টাকার মাস্টারপ্ল্যানে নতুন দিশা
শাস্ত্রী বলেছেন, ‘‘আমার মনে হয় নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোটা বিরাটের জন্য শাপে বর হতে পারে। এটা বেশ স্মার্ট সিদ্ধান্ত বলে মনে হয়েছে আমার। সত্যি কথা বলতে কী, কাঁধের উপর নেতৃত্বের বোঝা, প্রত্যাশার বিশাল চাপ, এগুলো না থাকায় বিরাট এবার অনেক খোলা মনে খেলতে পারবে। আমার অবশ্য মনে হয়েছে লাল বলের ক্রিকেটে ও অধিনায়ক থেকে যেতেই পারত। তবে এটা ওর ব্যাক্তিগত সিদ্ধান্ত।”
২০২১-এর আইপিএলের পর আরসিবির নেতৃত্ব সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন বিরাট। টি-২০ বিশ্বকাপের পর এই ফরম্যাটের নেতৃত্ব ছেড়ে দিয়েছিলেন তিনি। এরপর বিসিসিআই সাদা বলের ক্রিকেটে একজনই অধিনায়ককে রেখে দিতে একদিনের ক্রিকেটের নেতৃত্ব থেকে বিরাটকে সরিয়ে দিয়েছিল। পরে দক্ষিণ আফ্রিকার কাছে ১-২ সিরিজ হারের পর টেস্ট দলের নেতৃত্ব থেকেও অব্যহতি নেন তিনি।
আরও পড়ুন-বন্যা নিয়ন্ত্রণের কাজ দেখতে এল বিশ্বব্যাঙ্ক
একটি ক্রিকেট ওয়েবসাইটে ভারতীয় দলের প্রাক্তন হেড কোচ আরও বলেছেন, ‘‘সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় এটাই যে, বিরাটকে নিজের পারফরম্যান্স নিয়ে ভাবতে হবে না। ও যা করেছে তাতে লোকে জানে বিরাট ঠিক কোথায় দাঁড়িয়ে। ‘‘আমার মনে হয় ও এখন ক্রিকেটকে উপভোগ করতে চায়। এটাই আসল ব্যাপার।” আরও বলেছেন শাস্ত্রী। তিনি মনে করিয়ে দেন, ভারতের মতো দেশে তিন ফরম্যাটের নেতৃত্ব দেওয়া সহজ ব্যাপার নয়। কারণ, এখানে প্রত্যাশার চাপ খুব বেশি। বিশ্বের আর কোনও দেশের অধিনায়ককে ভারত অধিনায়কের মতো চাপ সহ্য করতে হয় না। তাছাড়া অধিনায়ক হিসাবে বিরাট যে স্ট্যান্ডার্ড সেট করে ফেলেছিলেন, তাতেও সব ম্যাচ জেতার প্রতাশা প্রস্তুত হয়ে গিয়েছিল বলে জানিয়েছেন শাস্ত্রী। তবে তিনি জানান, এটা সবসময় সম্ভব নয়। বিশ্বের সেরা দলেরও অফ সিজন যেতে পারে। আর ততেই চাপ প্রস্তুত হয়ে যায়।
বরোদা, ১৯ জানুয়ারি : ডব্লুপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর স্বপ্নের দৌড় অব্যাহত। সোমবার গুজরাট জায়ান্টসকে ৬১…
‘জাগোবাংলা’য় (Jago Bangla) শুরু হয়েছে নতুন সিরিজ— ‘দিনের কবিতা’ (poem of the day)। মমতা বন্দ্যোপাধ্যায়ের…
মানুষের ছোট ছোট অসুবিধাগুলিকে দূর করে তাদের জীবন সহজ করা। সেবার মধ্যে দিয়ে কঠিন বাধা…
নাগপুর : এবারে কি সত্যিই ঘনিয়ে এল মোদির বিদায়বেলা? দলের অন্দর থেকেই সুস্পষ্ট বার্তা, অনেক…
শ্রীনগর : সেনাবাহিনীর (Indian Army) সঙ্গে কিশতওয়ারের জঙ্গলে লুকিয়ে থাকা জঙ্গিদের গুলির লড়াই শুরু হয়েছিল…
ওয়াশিংটন: ইউরোপের দেশগুলির উপর শুল্কের ভার চাপিয়ে গ্রিনল্যান্ড (Greenland_America) দখল করার কৌশল নিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট…