এই মুহূর্তে ওয়াকফ (Waqf) সংশোধনী আইনের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল না সুপ্রিম কোর্ট (Supreme Court)। বৃহস্পতিবার, সংশোধিত ওয়াকফ আইনের বিরোধিতা করে যে আবেদন জমা পড়েছে কেন্দ্রকে সাতদিনের মধ্য়ে জবাব দেওয়ার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।
এদিন, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ জানিয়েছে, মামলাকারীরা কেন্দ্রের জবাব রিভিউ করার পরে আইন নিয়ে অন্তর্বর্তীকালীন নির্দেশ দেওয়ার বিষয়ে খতিয় দেখা হবে। তবে ওয়াকফ সম্পত্তির চরিত্র বদল করা বা ব্যবহারকারীদের ওয়াকফ সম্পত্তি বলে ঘোষিত অথবা নথিভুক্ত ওয়াকফ সম্পত্তিরও চরিত্র বদল করা উচিত নয়। সমস্ত ওয়াকফ সম্পত্তিকে বর্তমান অবস্থায় রেখে দিতে হবে। এই সময়ের মধ্যবর্তীকালে ওয়াকফ বোর্ডে কোনও নতুন নিয়োগ করতে পারবে না সরকার। কেন্দ্রকে এই মামলার বিষয়ে সমস্ত তথ্য সাতদিনের মধ্যে জমা দেওয়ার নির্দেশ দিল প্রধান বিচারপতির বেঞ্চ।
আরও পড়ুন-আপাতত স্বস্তি, এ বছরের মধ্যেই সমাধান: সুপ্রিম নির্দেশের প্রেক্ষিতে জানালেন মুখ্যমন্ত্রী
বুধবারের পরে বৃহস্পতিবার ওয়াকফ সংশোধনী আইনের বৈধতা নিয়ে দ্বিতীয় শুনানির দিন ধার্য করে প্রধান বিচারপতি সঞ্জীব খান্না, বিচারপতি সঞ্জয় কুমার ও বিচারপতি কেভি বিশ্বনাথনের বেঞ্চ। তবে ওয়াকফ আইন নিয়ে যে হিংসাত্মক ঘটনায় গভীর উদ্বেগ করে আদালত। প্রধান বিচারপতি বলেন, একটি বিষয় খুবই উদ্বেগজনক আর তা হল হিংসা।
এদিন সমস্ত ওয়াকফ বোর্ড, কাউন্সিলে নতুন করে নিয়োগ আপাতত করা যাবে না বলে জানিয়েছে শীর্ষ আদালত। ৫ মে দুপুর ২টোর সময় সংশোধিত ওয়াকফ আইন নিয়ে সুপ্রিম কোর্টে ফের শুনানি হবে বলেও জানা গিয়েছে।