প্রতিবেদন : অনলাইন সংবাদপ্রেমীদের জন্য দুঃসংবাদ। ডিজিটাল মাধ্যমে খবর দেখা যাঁদের নিত্যদিনের অভ্যাস, খবরের কাগজ না পড়তে পারলে যাঁরা ফেসবুকে খবর দেখেন, তাঁদের উদ্বেগ বাড়বে এবার। কারণ ফেসবুক নিউজট্যাব নিয়ে বড় সিদ্ধান্ত নিয়েছেন মেটা কর্ণধার মার্ক জুকারবার্গ। সূত্রের খবর, আগামী এপ্রিল মাস থেকে আর ফেসবুকে খবর দেখা যাবে না বলেই মেটার তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আরও পড়ুন-পরমাণু হামলার হুঁশিয়ারি পুতিনের, নিন্দা আমেরিকার
ফেসবুকের বুকমার্ক বিভাগে একটি ডেডিকেটেড ট্যাব রয়েছে, যা নিউজ স্পটলাইট করে। কিন্তু সেই সেগমেন্ট নাকি ইদানীং জনপ্রিয়তা হারাচ্ছে। তাই খবরের আপডেট আর মিলবে না ফেসবুকে। যদিও এই সিদ্ধান্ত এখনই ভারতে কার্যকর হচ্ছে না। মার্কিন যুক্তরাষ্ট্র এবং অস্ট্রেলিয়া এই দুই দেশে ২০২৪ সালের এপ্রিল মাসে এই ট্যাব বন্ধ হয়ে যাবে। ফেসবুক ব্যবহারকারীদের সংবাদের প্রতি আগ্রহ হ্রাসের কারণেই এমন সিদ্ধান্ত নিয়েছে মেটা। ক্যালিফোর্নিয়ার সংস্থা অবশ্য জানিয়েছে যে তাদের বিনিয়োগগুলিকে পণ্য এবং পরিষেবার সঙ্গে আরও ভালভাবে যুক্ত করার জন্য এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।