আঁধারে আইএসএল বিড করল না কেউ, স্থগিত মোহনবাগানের প্রস্তুতি

আইএসএল আয়োজনের জন্য প্রথমে ৫ নভেম্বর বিড পেপার জমা দেওয়ার শেষ দিন ধার্য করেছিল। পরে সেটা বাড়িয়ে ৭ নভেম্বর করা হয়।

Must read

প্রতিবেদন : বিশ বাঁও জলে আইএসএল। ভারতীয় ফুটবলে ঘোর সংকট। দেশের সেরা লিগ এই মরশুমে আদৌ হবে কি না, তা নিয়ে বিরাট প্রশ্নচিহ্ন। শুক্রবার সন্ধ্যা ৭টা পর্যন্ত ছিল আইএসএলের আয়োজক স্বত্বের জন্য দরপত্র জমা দেওয়ার শেষ দিন। কিন্তু কোনও সংস্থাই বিড করেনি। আইএসএল নিয়ে চরম অনিশ্চয়তার পরিস্থিতিতে অনির্দিষ্টকালের জন্য অনুশীলন স্থগিত রাখল মোহনবাগান। বাকি দলগুলিও একই রাস্তায় হাঁটছে। মোহনবাগান বিবৃতি দিয়ে জানিয়ে দিল, আইএসএল নিয়ে অনিশ্চয়তায় এবং ফুটবলারদের স্বাস্থ্য সুরক্ষার কথা মাথায় রেখে তারা জাতীয় শিবিরে ফুটবলার ছাড়েনি। ফেডারেশনের তরফে বিবৃতি দিয়ে জানানো হল, এআইএফএফ-এর বিড ইভ্যালুয়েশন কমিটি শনি বা রবিবার পরিস্থিতি পর্যালোচনা করে পদক্ষেপ করবে।

আরও পড়ুন-রিচা-বরণে আজ সিএবিতে মুখ্যমন্ত্রী

আইএসএল আয়োজনের জন্য প্রথমে ৫ নভেম্বর বিড পেপার জমা দেওয়ার শেষ দিন ধার্য করেছিল। পরে সেটা বাড়িয়ে ৭ নভেম্বর করা হয়। কিন্তু দু’দিন বাড়িয়েও এফএসডিএল-সহ কোনও সংস্থাই আইএসএল আয়োজনের জন্য দরপত্র জমা দেয়নি। ফলে ভারতীয় ফুটবল নিয়ে সংকট গভীর থেকে গভীরতর হচ্ছে। ফেডারেশনের টেন্ডার কমিটির কাছে ২৩৪টি প্রশ্ন রেখেছিল এফএসডিএল-সহ আগ্রহী আরও তিন সংস্থা। কিন্তু ফেডারেশনের জবাবে সন্তুষ্ট নয় তারা। এফএসডিএল-এর আপত্তি ছিল অবনমনে। বার্ষিক ৩৭.৫ কোটি টাকা ফেডারেশনকে দেওয়ার শর্ততেও তারা রাজি ছিল না বলে সূত্রের খবর। গভর্নিং কাউন্সিলে এফএসডিএলের মাত্র একজন প্রতিনিধি রাখার কথা জানিয়েছিল ফেডারেশন। কিন্তু নিজেদের শর্তে আইএসএল করতে আগ্রহী ছিল এফএসডিএল। এখন কল্যাণ চৌবেরা ড্যামেজ কন্ট্রোল কীভাবে করেন সেটাই দেখার।

Latest article