প্রতিবেদন: ২৪ ঘণ্টা পরেও উদ্ধার করা গেল না কাউকে। সুড়ঙ্গে আটকে থাকা শ্রমিকদের উদ্ধারে নামল সেনা। এনডিআরএফ এবং এসডিআরএফের টিম সুড়ঙ্গে প্রবেশ করতে ব্যর্থ হওয়ার পরেই সেনা নামানোর সিদ্ধান্ত নেওয়া হয়। তেলেঙ্গানার নাগরকুর্নুল জেলার সুড়ঙ্গে আটক শ্রমিকদের কাছে পৌঁছনোর চেষ্টা করছেন বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত জওয়ানরা। এক্সকাভেটর ডোজার নিয়ে উদ্ধারের কাজ শুরু করেছে ভারতীয় সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার রেজিমেন্ট। উত্তরাখণ্ডের টানেল বিপর্যয়ে যে বিশেষজ্ঞদের কাজে লাগানো হয়েছিল, এখানেও নিয়ে আসা হয়েছে তাঁদের।
আরও পড়ুন-স্ত্রীকে খুন করে হারিয়ে যাওয়ার গল্প
এছাড়াও কয়লা উত্তোলনের ১৯ জন বিশেষজ্ঞও রওনা হয়েছেন ঘটনাস্থলে। এসডিআরএফের এক উদ্ধারকর্মীর অভিজ্ঞতা, সুড়ঙ্গের ভেতরে যাওয়ার কোনও সুযোগই ছিল না। পুরোপুরি ধসে পড়েছে। কাদাও জমে রয়েছে প্রচুর। শ্রীসাইলাম বাঁধের পিছনে সুড়ঙ্গ তৈরির সময়েই কংক্রিট ভেঙে পড়ে বন্ধ হয়ে যায় প্রবেশপথ। লক্ষণীয়, সুড়ঙ্গে আটকে রয়েছেন ৪ শ্রমিক ছাড়াও দু’জন অপারেটর এবং দু’জন ইঞ্জিনিয়ার। এসেছিলেন উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড, পাঞ্জাব এবং জম্মু-কাশ্মীর থেকে। রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, সুড়ঙ্গে জল জমে থাকায় উদ্ধারের কাজে দেরি হচ্ছে। ১০০ হর্সপাওয়ার পাম্প চালানো হচ্ছে। টানেলের ভেতরে পাঠনো হচ্ছে অক্সিজেন। শনিবার সকাল সাড়ে ৮টা নাগাদ টানেলের প্রবেশপথের ১৪ কিমি ভেতরে ছাদের প্রায় ৩ কিমি অংশ ধসে পড়ে।