প্রতিবেদন : যদি হিম্মত থাকে তাহলে বিধানসভা ভেঙে দিয়ে মধ্যবর্তী নির্বাচন করা হোক। তাতেই প্রমাণ হবে মহারাষ্ট্রের মানুষ কাদের সরকার চায়। যদি আমরা ভুল করে থাকি, তাহলে সাধারণ মানুষ আমাদের বাড়ি পাঠিয়ে দেবেন। ক্ষমতা হারানোর পর শুক্রবার প্রথমবার প্রকাশ্যে মুখ খুলে মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে ও বিজেপি নেতৃত্বকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে এই কথা বলেন উদ্ধব ঠাকরে। মধ্যবর্তী নির্বাচনের দাবি জানানোর পাশাপাশি শিবসেনার নির্বাচনী প্রতীক তির-ধনুক তাঁর কাছ থেকে কেউ কেড়ে নিতে পারবে না বলেও হুঙ্কার ছেড়েছেন বালাসাহেব ঠাকরের পুত্র।
আরও পড়ুন-শিনজো আবে হত্যাকাণ্ডে ধিক্কার বিশ্বজুড়ে, জাপানের ইতিহাসে দীর্ঘমেয়াদি প্রধানমন্ত্রী
তিনি বলেন, সাধারণ মানুষ শুধু প্রতীক দেখেই ভোট দেন না। প্রার্থীকেও দেখেন। ক্ষমতা থাকলে শিবসেনার প্রতীক ছিনিয়ে নিয়ে দেখাক।
এদিন মাতোশ্রীতে এক সাংবাদিক সম্মেলনে উদ্ধব অভিযোগ করেন, ক্ষমতার পালাবদলের পর রাজ্যজুড়ে শিবসেনার নেতা-কর্মীদের ভয় দেখানো হচ্ছে। সমস্ত রকম ভয় ও প্রলোভন উপেক্ষা করে যে সমস্ত বিধায়ক এখনও আমাদের সঙ্গে রয়েছেন তাঁদের কুর্নিশ জানাই। আগামী সপ্তাহে দলের ১৬ বাগী বিধায়কের সদস্যপদ খারিজ নিয়ে সুপ্রিম কোর্টে যে মামলা রয়েছে, সেই মামলায় তাঁদের জয় হবে বলেও এদিন আশাপ্রকাশ করেছেন উদ্ধব।