”কাউকে রেয়াত করা হবে না”, দুর্গাপুরকাণ্ড নিয়ে জিরো টলারেন্স নীতি স্পষ্ট করলেন মুখ্যমন্ত্রী

উল্লেখ্য, এদিন দুপুরে কলকাতা বিমানবন্দর থেকে বিশেষ বিমানে হাসিমারায় পৌঁছবেন মুখ্যমন্ত্রী। সেখানে প্রশাসনিক বৈঠকে যোগ দেবেন তিনি।

Must read

রবিবার ফের উত্তরবঙ্গে যাওয়ার আগে বিমানবন্দর থেকে দুর্গাপুরের ঘটনায় রাজ্য পুলিশের তৎপরতার কথা তুলে ধরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) স্পষ্ট জানালেন বাংলায় এই ধরণের অপরাধ জিরো টলারেন্স। তিনি বলেন, ”ঘটনা নিন্দনীয়! আমি ঘটনাটা একেবারেই সাপোর্ট করছি না। তবে এই ক্ষেত্রে প্রাইভেট মেডিকেল কলেজেরও একটা দায়িত্ব আছে। পুলিশ তো আর বাড়ি বাড়ি গিয়ে বসে থাকবে না। কেউ রাতে বেরিয়ে যেতে পারে না এভাবে। হোস্টেলের একটা নিয়ম থাকে। রাত সাড়ে ১২টা সময় ক্যাম্পাস থেকে বেরিয়ে, ওমন জঙ্গল সংলগ্ন এলাকা কীভাবে গেলেন তাঁরা? সংশ্লিষ্ট বেসরকারি মেডিক্যাল কলেজটির এই নিয়ে পদক্ষেপ করা উচিত। আর বিশেষ করে মেয়েদের বেশি রাতে বেরনো উচিত নয়। ও ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট আমি জানি, আমি পুলিশকে নির্দেশ দিয়েছি দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে হবে। কাউকে রেয়াত করা হবে না।”

আরও পড়ুন-নৃশংস! উত্তরপ্রদেশে মসজিদের ভেতর মৌলবির স্ত্রী ও দুই সন্তানের দেহ উদ্ধার

উত্তরপ্রদেশের গণধর্ষণ নিয়ে মুখ্যমন্ত্রী সাফ জানান, ”সবকিছু মিলিয়ে ফেলা ঠিক নয়। অন্য রাজ্যে হলেও এই ধরণের ঘটনা নিন্দনীয়। মনিপুর, বিহার, উত্তরপ্রদেশে অনেক দেখেছেন এরকম ঘটনা। সেখানেও সরকারের উচিত কড়া পদক্ষেপ গ্রহণ করা। আমরা খুব কম সময়ের মধ্যে চার্জশিট পেশ করি। ফাঁসির সাজাও ঘোষণা করা হয়। আমাদের এখানে কোন ঘটনা ঘটলে আমরা গুরুত্ব দিয়ে দেখি। উত্তরপ্রদেশে যিনি ধর্ষিতা তিনি কোর্টে যাওয়ার আগে তাঁকে আগুনে জ্বালিয়ে দেওয়া হয়। সাংবাদিকদের উলঙ্গ করে জেলে ঢুকিয়ে দেওয়া হয়। অনেক ঘটনা হয়, আমরা সেগুলো সাপোর্ট করিনা। আমরা এখানে এই ধরণের ঘটনা টলারেট করি না। এছাড়া বাংলায় বিভিন্ন রাজ্যের ছেলেমেয়েরা পড়তে আসে এবং তাদের অনুরোধ করব রাতে না বেরোতে কারণ পুলিশ জানতে পারে না কে কখন বেরিয়ে যাচ্ছে।” এরপরেই ওড়িশার গণধর্ষণের কথা উল্লেখ করে মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তোলেন, ”কয়েক সপ্তাহ আগে ওড়িশায় মেয়েদের গণধর্ষণ হয়েছে সমুদ্র সৈকতে। সেই ঘটনায় কী পদক্ষেপ নেওয়া হয়েছে? ওড়িশা সরকার কী পদক্ষেপ নিয়েছে?”

আরও পড়ুন-যোগীরাজ্যে একাদশ শ্রেণির দলিত পড়ুয়াকে নৃশংস গণধর্ষণ

উল্লেখ্য, এদিন দুপুরে কলকাতা বিমানবন্দর থেকে বিশেষ বিমানে হাসিমারায় পৌঁছবেন মুখ্যমন্ত্রী। সেখানে প্রশাসনিক বৈঠকে যোগ দেবেন তিনি। আলিপুরদুয়ার জেলার হাসিমারা নীলপাড়া ফরেস্ট কমিউনিটি হলে বন্যা পরিস্থিতি নিয়ে রিভিউ মিটিং করবেন। তারপর যাবেন দার্জিলিঙে। সেখানকার একাধিক ক্ষতিগ্রস্ত এলাকা খতিয়ে দেখবেন মুখ্যমন্ত্রী।

Latest article