প্রতিবেদন : ভারতীয় দূতাবাসে খালিস্তানি তাণ্ডব কোনওভাবেই মেনে নেওয়া যায় না। দূতাবাস ও সেখানকার কর্মীদের নিরাপত্তা সুনিশ্চত করতে প্রশাসন সব ধরনের ব্যবস্থা নেবে। এমনটাই জানাল আমেরিকার বিদেশ দফতর। রবিবার সানফ্রান্সিসকোর ভারতীয় হাই কমিশনের দফতরে ভারতীয় পতাকা খুলে নিয়ে খালিস্তানি পতাকা উত্তোলন করে বিক্ষোভকারীরা। ভারতীয় বিদেশমন্ত্রক এই ঘটনার তীব্র নিন্দা করেছে।
আরও পড়ুন-ধর্মঘটীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থার হুমকি কেন্দ্রের
খালিস্তানি নেতা অমৃতপাল সিংকে গ্রেফতারির চেষ্টার প্রতিবাদ উত্তাল হয়ে উঠেছে বিশ্বের বিভিন্ন দেশের খালিস্তানিরা। ব্রিসবেন, লন্ডন, সানফ্রান্সিসকোর মতো একাধিক জায়গায় ভারতীয় দূতাবাসে তাণ্ডব চালিয়েছে খালিস্তানিরা। ভারতীয় দূতাবাসে জাতীয় পতাকা খুলে নিয়ে সেখানে খালিস্তানি পতাকা লাগিয়ে দেওয়া হয়। দেওয়া হয় ভারত বিরোধী স্লোগান। সোমবার এই হামলার খবর প্রকাশ্যে আসতেই দিল্লিতে নিযুক্ত মার্কিন আধিকারিককে বিষয়টি জানায় বিদেশমন্ত্রক। তার প্রেক্ষিতেই মার্কিন বিদেশ দফতর জানিয়েছে, ভারতীয় দূতাবাসের নিরাপত্তা বজায় রাখতে তারা বদ্ধপরিকর। এধরনের ঘটনা কোনওভাবেই মেনে নেওয়া হবে না। অপরাধীদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।