সংবাদদাতা, শিলিগুড়ি : দার্জিলিং পুর নির্বাচনে মুখ পুড়েছে বিজেপির। শূন্য হাতে ফিরতে হয়েছে গেরুয়া শিবিরকে (BJP)। পাহাড়ে কিছু দিনের মধ্যে জিটিএ নির্বাচন হতে চলেছে। নির্বাচনের আগে এবার ভাজপার মুখে ভিন্ন সুর শোনা গেল। জিটিএ নির্বাচনে তারা অংশ গ্রহণ করবে না। তারা জিটিএকে অবহিত বলে আখ্যা দিলেও আসল বিষয় পাহাড়ে বিজেপির ঝান্ডা ধরার লোক খুঁজে পাওয়া যাচ্ছে না। সেখানে জিটিএ নির্বাচনে প্রার্থী খোঁজা একপ্রকার দুষ্কর হয়ে দাঁড়িয়েছে বিজেপির কাছে। তাই তো দার্জিলিংয়ের বিজেপি (BJP) সাংসদ খানিকটা ঢোঁক গিলে বলেন তাঁদের শরিক দল নির্বাচনে অংশগ্রহণ করতে চাইলে করতে পারে কিন্তু তাঁরা করবে না। অন্যদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে ভাটা পড়েছে বিজেপির উত্থানে। তাই বিজেপি সাংসদ খানিকটা ঘুরিয়ে গোর্খাল্যান্ড পৃথক রাজ্যকে দূরে সরিয়ে স্থায়ী রাজনৈতিক সমাধানের দাবি জানিয়েছেন। যদিও কিছুদিন আগে বিজেপির আরেক সাংসদ প্রকাশ্যে গোর্খাল্যান্ড পৃথক রাজ্যের দাবি করেছেন। বিজেপির নেতৃত্ব একেক সময় একেক রকম মন্তব্য করে পাহাড়ের মানুষকে বিভ্রান্ত করছে। তাই পাহাড়ের মানুষ মুখ ফিরিয়েছে বিজেপির কাছ থেকে।