পেট্রোল-ডিজেল নয়, চলবে ব্যাটারিতে, থ্রি হুইলার-এর উদ্বোধন একলাখি গাড়ির ঘোষণা

শনিবার হুগলির সুগন্ধার কারখানায় দুই মহিলা কর্ণধার সম্রাজ্ঞী ও সম্পূর্ণা ঘোষকে সামনে রেখে উদ্বোধন হল টিফোজ ইলেকট্রিক থ্রি হুইলার গাড়ির।

Must read

প্রতিবেদন : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শিল্পের পরিবেশ বিস্তার করে রেখেছেন গোটা রাজ্যে। তার ছোঁয়া এবার লাগল হুগলিতেও। শনিবার হুগলির সুগন্ধার কারখানায় দুই মহিলা কর্ণধার সম্রাজ্ঞী ও সম্পূর্ণা ঘোষকে সামনে রেখে উদ্বোধন হল টিফোজ ইলেকট্রিক থ্রি হুইলার গাড়ির। একইসঙ্গে ঘোষণা হল একলাখি ইলেকট্রিক্যাল ফোর হুইলার তৈরিরও।

আরও পড়ুন-সাবেক থেকে থিম

এদিন থ্রি হুইলারের উদ্বোধনে এসেছিলেন মন্ত্রী জাভেদ খান, উজ্জ্বল বিশ্বাস, প্রাক্তন সাংসদ কুণাল ঘোষ-সহ বিশিষ্টরা। তাঁদের প্রাথমিক কথাবার্তায় উঠে আসে, থ্রি হুলার যদি হতে পারে, কেন ফোর হুইলার গাড়ি হবে না? তখনই সংস্থার কর্ণধার শান্তনু ঘোষ বলেন, এই চ্যালেঞ্জটা আমরা নিলাম। আমরা কালীপুজোর পর ফোর হুইলারের লুক ওপেন করব। জানুয়ারিতে চেষ্টা করব প্রথম গাড়ি আনার। সেই গাড়ি হবে একলাখি। প্রসঙ্গত উঠে আসে সিঙ্গুরের বিষয়টি। এ-প্রসঙ্গে প্রাক্তন সাংসদ কুণাল ঘোষ বলেন, তৃণমূল কখনও শিল্পের বিরুদ্ধে ছিল না, ছিল বামফ্রন্ট সরকার জমি-নীতির বিরুদ্ধে। আমরা সবসময় চেয়েছি শিল্প হোক, কৃষিও হোক। এখন রাজ্যে বিদেশি বিনিয়োগ আসছে, বিভিন্ন শিল্প, কলকারখানা তৈরি হচ্ছে। যেমন হুগলিতে ১২ একর জমি জুড়ে গড়ে উঠেছে সুগন্ধা কারখানা। সুগন্ধার এই সাইনোসোর কোম্পানি ইতিমধ্যেই বিএলডিসি ফ্যান তৈরি করেছে। এবার তৈরি করল আধুনিক ডিজাইনের ইলেকট্রিক টোটো। এখানে ২০ জনের বেশি বিভিন্ন শাখায় ইঞ্জিনিয়ার রয়েছেন। দক্ষ ও অদক্ষ মিলিয়ে ২০০ কর্মী। ধারাবাহিক কর্মসংস্থান হচ্ছে কারখানায়।

Latest article