ঠাকুরপুকুর দুর্ঘটনায় নেই প্রতিবাদ, টলিউডের নীরবতাকে নিশানা কুণাল ঘোষের

যদিও ইতিমধ্যেই টলিউডের (Tollywood) একাংশ এই ঘটনায় প্রতিবাদ করেছেন তবুও সিংহভাগের নীরবতাকে নিশানা করলেন কুণাল ঘোষ।

Must read

গত রবিবার মদ্যপ অবস্থায় গাড়ি চালাতে গিয়ে দুর্ঘটনা ভয়াবহ ঘটিয়েছেন এক ধারাবাহিকের পরিচালক। যদিও ইতিমধ্যেই টলিউডের (Tollywood) একাংশ এই ঘটনায় প্রতিবাদ করেছেন তবুও সিংহভাগের নীরবতাকে নিহানা করলেন কুণাল ঘোষ। ঠাকুরপুকুরের দুর্ঘটনার পর টলিউডের অনেকে সোশ্যাল মিডিয়ায় নিজেদের অবস্থান স্পষ্ট করেছেন। পরিচালক ভিক্টোর মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর বিরোধিতা করেছেন। তৃণা সাহা, ঋদ্ধি সেন, প্রেরণা ভট্টাচার্য , রূপাঞ্জনা মিত্র, সহ একাধিক তারকা প্রতিবাদ করেছেন। কিন্তু শহরের অন্যান্য ঘটনায় যেভাবে তারকাদের প্রতিবাদে পথে নামতে দেখা যায়, মিছিল করতে দেখা যায় এই ঘটনায় সেটা হল না। আর সেই জন্যই এদিন একটি পোস্টে টলিউডের এই এক প্রকার একচোখামি নিয়ে নিন্দায় সরব হলেন কুণাল ঘোষ।

আরও পড়ুন-নতুন রেপো রেট ঘোষণা করল আরবিআই

নিজের সোশ্যাল হ্যান্ডেলে এদিন তিনি লেখেন, ”ঠাকুরপুকুরে মদ্যপ অবস্থায় বেপরোয়া অনিয়ন্ত্রিত গাড়ি চালিয়ে মানুষ মারা জানোয়ারগুলো এখনও সবাই গ্রেপ্তার নয় কেন? যে চালাচ্ছিল, যে কটা মদ্যপ অসভ্য গাড়িতে ছিল, সবকটার গ্রেপ্তারি চাই। সাধারণ দুর্ঘটনা আর এই মাতাল হয়ে হুল্লোড় করে মানুষ মারা এক নয়। টলিউডের বিপ্লবীরা ‘উই ওয়ান্ট জাস্টিস’ বলে মোমবাতি হাতে নামছেন না কেন? আপনাদের ইন্ডাস্ট্রির মদ্যপ, খুনী বলে????? সেই বিপ্লবী দাদা, দিদিমণিদের বিপ্লবী নাচগান কোথায় গেল?”

Latest article