প্রতিবেদন : ফের শিরোনামে যাদবপুর বিশ্ববিদ্যালয়। বিষয়ও সেই এক, পড়ুয়া নিগ্রহ। তবে এক্ষেত্রে ওই ছাত্রকে কোনওরকম মারধর করা হয়নি বলেই দাবি করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্নেহমঞ্জু বসু। একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন সে। ঘটনার সূত্রপাত বুধবার রাতে। অভিযোগ ওঠে, স্নাতকোত্তরের প্রথম বর্ষের কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ের সান্ধ্য বিভাগের ওই ছাত্র নাকি ল্যাপটপ চুরি করেছে। এরপরেই ওই ছাত্রকে হস্টেলের রুমে হেনস্থা করা হয়েছে বলে অভিযোগ। ওই ঘটনায় হস্টেলের আবাসিক ছাত্রদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে।
আরও পড়ুন-বাংলায় ফিরছে সুগন্ধী ধান চাষ
খবর পেয়ে ঘটনাস্থলে যান হস্টেল সুপার এবং মেডিক্যাল সুপার। তাঁরাই পড়ুয়াকে হাসপাতালে পাঠান। তবে সে এখন স্থিতিশীল বলেই জানা গিয়েছে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্নেহমঞ্জু বসু বলেন, ছেলেটি ভয় পেয়ে গিয়েছিল। বন্ধুদের মধ্যে ভুল বোঝাবুঝি থেকে এই ঘটনা ঘটেছে। কোনওরকম মারধর করা হয়নি। এটা র্যাগিংয়ের কোনও বিষয়ই নয়। সে এখন সুস্থ রয়েছে। বলা হয়েছে পড়াশুনা সংক্রান্ত কোনও সমস্যা হলে কর্তৃপক্ষকে জানাতে। সবদিক খতিয়ে দেখা হবে। মেডিক্যাল সুপারিন্টেনডেন্ট মিতালি দেব বলেন, র্যাগিং নয়। একটি ছেলে অসুস্থ এবং ভয় পাচ্ছে শুনে গিয়েছিলাম। কোনও নিগ্রহ হয়নি। তবে ঘিরে ধরে বসেছিল বাকিরা। উত্তপ্ত আলোচনা চলছিল। আমি পরে অ্যাম্বুল্যান্স ডেকে হাসপাতালে ভর্তি করাই।