প্রতিবেদন : চলছে নতুন বছরকে স্বাগত জানানোর তোড়জোড়। কিন্তু উধাও শীত। গত কয়েকদিন ধরেই চড়ছে পারদ। সঙ্গে কিছু জেলায় বৃষ্টির আশঙ্কা। বৃহস্পতিবারও কলকাতা-সহ একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে।
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, শুক্রবারও কলকাতা ও বিভিন্ন জেলার আকাশ থাকবে মেঘলা। বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের কয়েকটি জেলায়। তবে বছরের শেষ দিন কলকাতায় বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। ফলে নিশ্চিন্তে নতুন বছরের উৎসব পালন করতে পারবেন মানুষ।
আরও পড়ুন-বছর শেষেই ঝাড়গ্রামে পর্যটকের ঢল
এ বছরে আর জাঁকিয়ে শীত পড়ার কোনও সম্ভাবনা নেই। তবে ২০২২ সালের জানুয়ারি মাসেই পারদ-পতন শুরু হবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিস। চলতি মরশুমের প্রথমদিকে সেভাবে শীত না পড়লেও ডিসেম্বর মাসের মাঝামাঝি সময় থেকেই বাড়তে থাকে ঠান্ডা। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, আগামী কয়েকদিন সকাল ও সন্ধ্যায় শীতের আমেজ থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়বে তাপমাত্রা।
পশ্চিমি ঝঞ্ঝার প্রভাবেই বাধা পাচ্ছে উত্তুরে হাওয়া। ফলে গত কয়েকদিন ধরে রাজ্যের তাপমাত্রা ক্রমশ বাড়ছিল। কিন্তু, এবার পশ্চিমি ঝঞ্ঝার প্রকোপ কমছে। ফের রাজ্যে ঢুকতে পারবে উত্তরের ঠান্ডা হাওয়া। বড়দিন ও বর্ষবরণের মুখে পূর্বাভাস মেনে পাহাড়ে তুষারপাত শুরু হয়েছে।