নেই বৃষ্টি, বড়সড় ক্ষতির মুখে বারুইপুরে লিচুর ফলন

বারুইপুরে লিচু ব্যবসায়ীরা বলছেন, এখন দাম একটু কমলেও জামাইষষ্ঠীতে ২০০ টাকা কিলো বা তার বেশিও হতে পারে লিচুর দাম।

Must read

সংবাদদাতা, বারুইপুর : জামাইষষ্ঠীতে রসালো ফল লিচু জামাইরা কতটা পাতে পাবেন সেটাই এখন চিন্তা। বারুইপুরে লিচু ব্যবসায়ীরা বলছেন, এখন দাম একটু কমলেও জামাইষষ্ঠীতে ২০০ টাকা কিলো বা তার বেশিও হতে পারে লিচুর দাম। এর একমাত্র কারণ যেভাবে লিচু নষ্ট হচ্ছে তা বলার অপেক্ষা রাখে না। দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরের লিচু ব্যবসায়ী রাজেশ শেঠ জানান, এর মূল কারণ বৃষ্টি না হওয়া। বৃষ্টি না হওয়ায় লিচুকে আর রক্ষা করা যাচ্ছে না। মারাত্মক গরম শেষ করে দিল এত সুন্দর একটা রসালো ফলকে।

আরও পড়ুন-পুলিশ কর্মীদের প্রশিক্ষণে শুরু ফ্রি কোচিং সেন্টার

দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরের লিচু, পেয়ারা বা জামরুলের যে সুনাম তা কেড়ে নিল মারাত্মক গরম। আগেভাগে লিচুবাগান থেকে লিচু তুলে এনে বাজারে যে লিচু বিক্রি করা হচ্ছে তার স্বাদ কিন্তু বেশ খারাপ। দাম বেশি, স্বাদ কম। এর কারণ, ব্যবসায়ীরা বলছেন, বহু বছর ধরে ব্যবসা করে আসছি কখনও এভাবে লিচু নষ্ট হতে দেখিনি বাগানে। প্রথম কারণ জ্যৈষ্ঠমাসে একটুও বৃষ্টি নেই। সেই কারণে লিচুর খেতে ফেটে নষ্ট হয়ে যাচ্ছে লিচু। বৃষ্টি না হওয়ার জন্য লিচুর যে পরিমাণ ক্ষতি হয়ে গেল তা মানুষকে বোঝাবার মতো নয়। এই মারাত্মক ক্ষতির জেরে আমাদের সংসারেও চরম দুর্দশা দেখা দেবে। ফলে ব্যবসায়ীদের মাথায় হাত। সব মিলিয়ে বর্ষা চলে এলেও বৃষ্টি না হওয়ায় এবার বড়সড় ক্ষতির মুখে বারুইপুরের লিচু।

Latest article