সংবাদদাতা শিলিগুড়ি ও রায়গঞ্জ: মঙ্গলবার কলকাতা সহ আশেপাশের জেলায় প্রবল বৃষ্টি। এদিকে উত্তরের জেলাগুলি গরমে হাঁসফাঁস অবস্থা। সমতলের শিলিগুড়ি ও উত্তর দিনাজপুরের তাপমাত্রা অতিরিক্ত। শনিবার থেকে অস্বস্তিকর গরম শহর শিলিগুড়ি-সহ জলপাইগুড়িতে। আশ্বিনের গরমে হাঁসফাঁস করছে শিলিগুড়ি সহ দার্জিলিংয়ের পাহাড়ও।
আরও পড়ুন-লক্ষ্মীর ভাণ্ডারের টাকায় দুর্গার আরাধনা
আবহাওয়াবিদদের মতে ঘূর্ণাবর্তের জেরে উত্তরবঙ্গের আকাশে প্রথম পরিমাণ জলীয় বাষ্প প্রবেশ করায় অস্বস্তিকর গরমে শিলিগুড়ি সহ উত্তরের বেশ কিছু জেলা। সোমবার রাতে কিছুটা বৃষ্টি হলেও গরমে হাঁসফাঁস করছে শিলিগুড়িবাসী। মঙ্গলবার বেলা বাড়লে শিলিগুড়ির তাপমাত্রা ৩৬ ডিগ্রি পার করে তবে রৌদ্রোজ্জ্বল আকাশ থাকলেও দুপুরের পর থেকে আকাশে কালো মেঘের ছায়া, পুজোর আগে আবহাওয়ার এমন পরিবর্তনে চিন্তায় শহরবাসী। দক্ষিণের সঙ্গে উত্তরের ছবির আকাশপাতাল তফাত। আপাতত উত্তরবঙ্গের জেলাগুলিতে আবহাওয়া সংক্রান্ত কোনও সতর্কতা নেই বলেই জানিয়েছে আবহাওয়া অফিস। উত্তর দিনাজপুর জেলা জুড়ে দুপুর পর্যন্ত প্রখর রোদ। তাপমাত্রা ৩৫ ডিগ্রি। রোদের প্রখরতায় রাস্তায় বের হতে নাজেহাল হচ্ছেন সাধারণ মানুষ।

