সাড়াই মিলল না, বাতিল করতে হল রাজ্যপালের ডাকে গণবিবাহ

ঘোষণা হয়েছিল রবিবার রাজভবনে গণবিবাহের কর্মসূচি হবে।

Must read

প্রতিবেদন : বিজেপির প্ররোচনায় রাজ্যপাল শুক্রবার নেমেছিলেন জনসংযোগে। লঞ্চ ভাড়া করে কিছু শিল্পীদের নিয়ে কখনও নাজিরগঞ্জ হয়ে সাঁকারইল হাইস্কুলে, আবার কখনও বজবজের গ্রামে। তাতে আপত্তি থাকার কথা নয়। রাজ্যপাল এসব করুন। তাতে যদি মনে হয় ভেসে যাওয়া বিজেপি খড়কুটো পাচ্ছে তাহলে তাই করুন। তৃণমূলের জমিটা অত নরম নয়। ভিত্তি হলেন মানুষ, মানুষের সমর্থন। লঞ্চে ফেরার পথে নাচ-গান হল, ভুড়িভোজ হল। তিনি নাচলেনও। বোঝানোর চেষ্টা আমি তোমাদের লোক। কিন্তু এত চেষ্টা করেও মানুষের সাড়া কোথায়!

আরও পড়ুন-সোমবার মেগা রিভিউ মিটিং অভিষেকের

ঘোষণা হয়েছিল রবিবার রাজভবনে গণবিবাহের কর্মসূচি হবে। কিন্তু রবিবারের যে কর্মসূচি হাতে পাওয়া গিয়েছে, তাতে গণবিবাহের উল্লেখ মাত্র নেই। খবর বলছে, আসলে রাজ্যপালের ডাকে কেউ সাড়া দেননি। একটি আবেদনও জমা পড়েনি। কেন্দ্র মনোনীত আনন্দ বোস আশা করি বুঝতে পারছেন কোন মাটিতে তিনি দাঁড়িয়ে আছেন। মানুষ কাদের চায়।

Latest article