দোহা, ২০ নভেম্বর : দলের সেরা স্ট্রাইকারকে ছাড়াই বিশ্বকাপ অভিযান শুরু করছে বেলজিয়াম। এখনও হ্যামস্ট্রিংয়ের চোট সারিয়ে সম্পূর্ণ ফিট না হতে পারা রোমেলু লুকাকুকে (Romelu Lukaku) শুরুর দু’টি ম্যাচে পাবে না রবার্তো মার্টিনেজের দল। রবিবার বেলজিয়াম দলের একটি সূত্র সংবাদসংস্থাকে জানিয়েছে, ক্রোয়েশিয়ার বিরুদ্ধে গ্রুপের শেষ ম্যাচের আগে সম্পূর্ণ ফিট হওয়ার সম্ভাবনা কার্যত নেই লুকাকুর।
ফিফা র্যাঙ্কিংয়ে দ্বিতীয় স্থানে থাকা বেলজিয়াম বিশ্বকাপের অন্যতম ফেভারিট। দল কাতারে পৌঁছয় গত শুক্রবার। প্রথম দু’টি ট্রেনিং সেশনে দলের সেরা ফরোয়ার্ডকে দেখা যায়নি। বরং আলাদা করে রিহ্যাবের মধ্যে আছেন লুকাকু। বেলজিয়াম ফুটবলের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা তিনি। চেলসির প্রাক্তনী দেশের জার্সিতে ১০২ ম্যাচে করেছেন ৬৮ গোল। ২৯ বছরের তারকা গত ১৮ মাস ধরেই চোট-আঘাতের কারণে কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন। লুকাকুর (Romelu Lukaku) পরিবর্ত হিসেবে প্রথম ম্যাচে খেলতে পারেন ফেনারবেসের ফরোয়ার্ড মিকি বাতসুয়াইকে। মিশরের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে মিকিকেই ব্যবহার করেছিলেন বেলজিয়াম কোচ মার্টিনেজ। সেই ম্যাচও জেতে বেলজিয়াম। তবে মার্টিনেজের আশা, নকআউট পর্বে পাওয়া যাবে লুকাকুকে। তার আগে গ্রুপ পর্বের বাধা টপকানোই চ্যালেঞ্জ হতে পারে বেলজিয়ামের কাছে।