প্রতিবেদন : আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী ২১ জুলাই বৃষ্টি নামলেও মহানগরীতে জল জমার কোনও সম্ভাবনাই নেই। ভারী বৃষ্টি হলেও জল নেমে যাবে ঘণ্টাখানেকের মধ্যেই। এমনই ব্যবস্থা করেছে কলকাতা পুরসভা। নিকাশির দায়িত্বে থাকা মেয়র পারিষদ তারক সিং জানিয়েছেন, ৪০ মিমি বৃষ্টি হলেও এক ঘণ্টার বেশি কোথাও জল থাকবে না। নেমে যাবে দ্রুত।
আরও পড়ুন-সকন্যা আদিবাসী প্রৌঢ়াকে নারকীয় নিপীড়ন বিজেপির
ধর্মতলায় তৃণমূলের সমাবেশে যাতে কোনও ব্যাঘাত না ঘটে তার জন্য আগাম ব্যবস্থা নেওয়া হচ্ছে। ব্যাহত হবে না স্বাভাবিক জনজীবনও। বৃষ্টিতে জল জমলে আগে সেই জল নামত ঘণ্টায় ৬ মিমি হারে। এখন তা বেড়ে দাঁড়িয়েছে ঘণ্টায় ২০ মিমি। মুখ্যমন্ত্রী মহানগরীর নিকাশি ব্যবস্থার আধুনিকীকরণে ইতিমধ্যেই দিয়েছেন ১০০ কোটি টাকা। আরও অর্থ আসছে। সেই টাকায় কেনা হয়েছে অত্যাধুনিক যন্ত্রপাতি। আগে ভূগর্ভস্থ পলি তুলতে ঝুঁকি নিয়ে নামতেন পুরকর্মীরা। এখন সেই কাজই করে অত্যাধুনিক যন্ত্র। পলি পরিষ্কার করার ফলে নর্দমা দিয়ে বৃষ্টির জল স্বচ্ছন্দে যাবে। ফলে শহরে বৃষ্টির জল জমার সম্ভাবনাও ক্ষীণ।