প্রতিবেদন : সুপ্রিম কোর্টের পিছনে আদাজল খেয়ে মাঠে মেনেছেন কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরেন রিজিজু (Union Law Minister Kiren Rijiju)। শীর্ষ আদালতের প্রতি সৌজন্য প্রদর্শন করা তো দূরের কথা, বরং বারেবারেই তিনি সর্বোচ্চ আদালত বিশেষ করে কলেজিয়াম ব্যবস্থার নিয়মিত সমালোচনা করে চলেছেন। বিচারপতি নিয়োগ নিয়ে শুক্রবার শীর্ষ আদালত কেন্দ্রকে তীব্র ভর্ৎসনা করে। কেন্দ্রকে কার্যত হুঁশিয়ারি দিয়েছিল সুপ্রিম কোর্ট। চাপে পড়ে ২৪ ঘণ্টার মধ্যেই পাঁচ বিচারপতির নিয়োগে অনুমতি দিয়ে মোদি সরকার। কিন্তু শীর্ষ আদালতের কড়া ধমকের বিষয়টি মানতে নারাজ রিজিজু (Kiren Rijiju)।
এলাহাবাদ হাইকোর্টের বার অ্যাসোসিয়েশনের ১৫০ বছর উপলক্ষে শনিবার প্রয়াগরাজে এক অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন রিজিজু। সেখানে উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের বিচারপতিরাও। সেখানেই নিজের বক্তব্যে ফের সুপ্রিম কোর্টকে নিশানা করেন তিনি। রিজিজু বলেন, বিভিন্ন সংবাদমাধ্যমে তিনি দেখেছেন, সুপ্রিম কোর্ট কেন্দ্রকে হুঁশিয়ারি দিয়েছে।
কিন্তু এদেশে কেউ কাউকে হুঁশিয়ারি দিতে পারে না। কারণ এদেশের মালিক একমাত্র জনতা। তাঁরা সকলেই জনতার সেবক। সকলের একমাত্র পথপ্রদর্শক সংবিধান। মানুষ যেভাবে চাইবে সংবিধান মেনে সেভাবেই দেশ চলবে। বিচারব্যবস্থার সঙ্গে আইনসভার কোনও দ্বন্দ্ব নেই।