অনুদানে স্থগিতাদেশ নয়

Must read

প্রতিবেদন : রাম – বামের মুখ পুড়লো হাইকোর্টে। এদের চাহিদা মতো দুর্গাপুজোর অনুদানের ওপর কোনওরকম স্থগিতাদেশ দিলো না কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। এই বিষয়ে দায়ের হওয়া মামলার শুনানিতে সোমবার রাজ্যের কাছে হলফনামা তলব করেছে কোর্ট। আইনজীবী অর্ককুমার নাগ বলেন, পুজোর অনুদান প্রক্রিয়া তার সাংবিধানিকতা নিয়ে মামলা হয়েছিল, সুপ্রিম কোর্ট পর্যন্ত বলে দিয়েছে এটা সাংবিধানিক। তাই অনুদান বন্ধ করা সম্ভব নয়, আইনিভাবে অনুদান প্রক্রিয়ার সাংবিধানিকতার ওপরে সিলমোহর আছে। তাই অনুদান বন্ধ হওয়ার কোনও সম্ভবনা নেই। এই মামলার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে, তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক ও মুখপাত্র কুণাল ঘোষ তীব্র কটাক্ষ করে বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুদান ঘোষণা করলে বাম-বিজেপি সেই অনুদান ঠেকাতে আদালতে দৌড়ন। অথচ পুজো উৎসবকে কেন্দ্র করে অর্থনীতি চাঙ্গা রাখতেই এই অনুদান দেন মুখ্যমন্ত্রী। আজকে অন্তত কলকাতা হাই কোর্ট (Calcutta High Court) এই অনুদানের উপর কোনও স্থগিতাদেশ দেয়নি। সরকার যে পুজো কমিটিকে দেয়, তার হিসেব গুরুত্ব দিয়ে রক্ষা করে। আগের বছরের হিসেব না দিলে বর্তমান বছরের টাকা পাওয়া যায় না-এটাই নিয়ম। যে পুজো কমিটি হিসেব দেবে তারাই টাকা পাবে। এর পরেই বাম-বিজেপিকে নিশানা করে তৃণমূল নেতা বলেন, পুজো মণ্ডপে যেখানে ভিড় হয়, সেখানে বইয়ের স্টল দেয় সিপিএম। এদিকে অনুদানের বিরোধিতা করে। বিজেপি নিজেদের সনাতনী বলে কিন্তু অনুদানের বিরোধিতা করে। মহারাষ্ট্র বিজেপির জোট সরকার গণেশ পুজোয় অনুদান দিচ্ছে সেটা ভালো। আর বাংলার মুখ্যমন্ত্রী অনুদান দিলেই তার বিরোধিতা। এটা সম্পূর্ণ বিজেপি-সিপিএমের দ্বিচারিতা- কটাক্ষ তৃণমূলের। হিসেবের প্রসঙ্গে রাজ্যের তরফে এডভোকেট জেনারেল বলেন, আদালত হিসেবের কথা তুলেছেন, হিসেবে তো প্রতিবছর দেওয়াই হয়।

আরও পড়ুন-বিজেপি-রাজ্যে হামলায় মৃত্যু পরিযায়ী শ্রমিকের, পরিবারের পাশে গণমঞ্চ

Latest article