জাতীয়

সময় নেই, জোট বেঁধে এখনই নেমে পড়ুন, ইন্ডিয়াকে নেত্রী

প্রতিবেদন : নষ্ট করার মতো সময় আর নেই। এখনই প্রচারে নেমে পড়া উচিত। বৃহস্পতিবার ইন্ডিয়া জোটের সহযোদ্ধাদের এই পরামর্শই দিলেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (TMC Supremo Mamata Banerjee)। এদিন মুম্বইয়ে ইন্ডিয়া (INDIA Alliance) নেতৃত্ব ঘরোয়া নৈশভোজে একত্রিত হয়েছিলেন। আজ, শুক্রবার ইন্ডিয়ার তৃতীয় আনুষ্ঠানিক বৈঠকের অভিমুখ কী হবে এদিন ঘরোয়া ভাবে তা নিয়ে নিজেদের মধ্যে একপ্রস্থ আলোচনা সেরে নেন ইন্ডিয়া নেতৃত্ব। সেখানেই তৃণমূল সুপ্রিমো বলেন, বছর ঘুরলেই লোকসভা নির্বাচন। হাতে আর সময় নেই, চলুন এখন থেকেই প্রচারে নেমে পড়ি। একইসঙ্গে এদিন ইন্ডিয়া নেতৃত্ব ঠিক করেন, চলতি মাসের মধ্যেই (৩০ সেপ্টেম্বর) জোটের আসন ভাগাভাগির বিষয়টি চূড়ান্ত করতে হবে। প্রধানমন্ত্রী পদপ্রার্থী নিয়ে কথা বলার ক্ষেত্রেও জোট নেতৃত্বকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, প্রধানমন্ত্রী পদপ্রার্থীর নাম নিয়ে কোনও প্ররোচনায় পা দেওয়া যাবে না। এটা বিজেপির চাল। আমাদের সতর্ক থাকতে হবে। তৃণমূল সুপ্রিমোর এই মূল্যবান পরামর্শে ইন্ডিয়া নেতৃত্ব সহমত হন। নেত্রীর সঙ্গে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও বৃহস্পতিবারের নৈশভোজের ঘরোয়া বৈঠকে ছিলেন।

আরও পড়ুন- দিল্লিতে জি-২০ সামিটের আগে ফাঁস ১০০ কোটি ডলার বিদেশে পাচার করেছেন আদানি!

ইন্ডিয়া (INDIA Alliance) জোটের কাজের সুবিধার্থে বেঙ্গালুরু বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, কয়েকটি কমিটি তৈরি করা হবে। জানা গিয়েছে আজ, শুক্রবারের মেগা বৈঠকেই ৫-৬টি কমিটি গঠন করা হবে, যার মধ্যে রয়েছে সমন্বয় কমিটি, পরিকল্পনা কমিটি ও রিসার্চ কমিটি। এছাড়াও ইন্ডিয়া জোটের জনসভা ও মুখপাত্র নির্বাচন করার কাজটিও চূড়ান্ত করা হবে আজকের বৈঠকে। ইন্ডিয়া জোটে ২৬টি দল ছিল। বৃহস্পতিবার নতুন দল ইন্ডিয়াতে যোগ দেওয়ায় এখন ইন্ডিয়াতে ২৮টি দল হল। নতুন দল দুটি হল, জয় হিন্দ জাতীয় পার্টি এবং ভারতের কৃষক ও ওয়ার্কার্স পার্টি। আরও ৯টি দলের সঙ্গে আলাপ-আলোচনা চলছে। এর মধ্যে অসমের তিনটি দলের (অসম জাতীয় পরিষদ, রাইজোর দল ও আঞ্চলিক গণ মোর্চা) যোগ দেওয়া স্রেফ সময়ের অপেক্ষা। বাকিরাও দ্রুত ইন্ডিয়াতে যোগ দেবে।

নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম দিন থেকেই বলে আসছিলেন, যে দল যে রাজ্যে শক্তিশালী তারা সেখানে নেতৃত্ব দেবে। নেত্রীর এই ফরমুলা মেনেই এগোবে জোট। আসন ভাগাভাগিও হবে এই ফরমুলা মাথায় রেখেই। আজ শুক্রবার সকাল ১০ টা বেজে ১৫ তে ইন্ডিয়ার নেতৃত্ব আবার মিলিত হবেন। এরপর সকাল ১০. ৩০ টায় জোটের লোগো প্রকাশ করা হবে। বেলা ২ টোয় রয়েছে জোটের কনফারেন্স। এরপর মধ্যাহ্নভোজন সেরে বিকেল ৩.৩০ টে ইন্ডিয়া নেতৃত্ব সাংবাদিকদের মুখোমুখি হয়ে বৈঠকের নির্যাস জানাবেন।

Jago Bangla

Recent Posts

সত্যিই আসন্ন মোদির বিদায়বেলা? বয়স নিয়ে খোঁচা গড়করির

নাগপুর : এবারে কি সত্যিই ঘনিয়ে এল মোদির বিদায়বেলা? দলের অন্দর থেকেই সুস্পষ্ট বার্তা, অনেক…

7 hours ago

জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই, কিশতওয়ারে শহিদ জওয়ান

শ্রীনগর : সেনাবাহিনীর (Indian Army) সঙ্গে কিশতওয়ারের জঙ্গলে লুকিয়ে থাকা জঙ্গিদের গুলির লড়াই শুরু হয়েছিল…

7 hours ago

ট্রাম্পের শুল্কতোপের মুখেও অনড় ইউরোপের ঐক্য, পাল্টা পরিকল্পনা

ওয়াশিংটন: ইউরোপের দেশগুলির উপর শুল্কের ভার চাপিয়ে গ্রিনল্যান্ড (Greenland_America) দখল করার কৌশল নিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট…

8 hours ago

সাহিত্য অ্যাকাডেমির পাল্টা জাতীয় পুরস্কার ঘোষণা করলেন স্ট্যালিন

নয়াদিল্লি : কেন্দ্রীয় সরকারের সাহিত্য অ্যাকাডেমি পুরস্কার স্থগিত রাখার সিদ্ধান্তের প্রতিবাদে অভিনব পদক্ষেপ নিলেন তামিলনাড়ুর…

8 hours ago

চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী মমতা, বলছে জনতা

সংবাদদাতা, বারাসত : জনসুনামির সাক্ষী থাকল উত্তর ২৪ পরগনার জেলা সদর বারাসত। সোমবার বারাসতের কাছারি…

8 hours ago

কমিশনের অমানবিকতার বিরুদ্ধে ধিক্কার জানিয়ে সরব তৃণমূল, হিয়ারিং হয়রানির প্রতিবাদে মিছিল করে স্মারকলিপি প্রদান

ব্যুরো রিপোর্ট: শুনানির নামে হয়রানির প্রতিবাদে রাজ্যজুড়ে গর্জে উঠেছে তৃণমূল (ECI_TMC)। সোমবার মালদহ, কোচবিহার, রায়গঞ্জে…

8 hours ago