অযথা মামলা মুলতুবিতে ‘না’, সুপ্রিম-নির্দেশ

Must read

এখন থেকে কোনও মামলা মুলতবি বা শুনানি পিছিয়ে দেওয়া যাবে না, যদি না তার পিছনে যথাযথ কারণ ও যুক্তি থাকে, নয়া নির্দেশিকায় জানিয়ে দিল সুপ্রিম কোর্ট (Supreme Court)।

আরও পড়ুন- দেউচা পাঁচামিতে ৩৫ হাজার কোটির খনির প্রকল্পে চূড়ান্ত পর্যায়ে এমডিও চুক্তি, আগ্রহ ৬ সংস্থার

মামলার মুলতবি করতে চাইলে সংশ্লিষ্ট পক্ষগুলোর সম্মতি সহ একটি নির্দিষ্ট ফর্ম পূরণ করতে হবে। এই ফর্মে অন্য পক্ষদের স্বাক্ষর সংগ্রহ করতে হবে এবং বিচারপতি তা যাচাই করে সিদ্ধান্ত নেবেন। যদি কোনো পক্ষ আপত্তি জানায়, তবে মামলা মুলতবি নাও হতে পারে। বিশেষজ্ঞদের মতে, এই নির্দেশিকা বিচার প্রক্রিয়ার গতি বাড়াবে। এতে সাধারণ নাগরিকদের দ্রুত বিচার পাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে এবং বিচার ব্যবস্থায় স্বচ্ছতা ও গতিশীলতা নিশ্চিত হবে।

Latest article