আর্থিকা দত্ত জলপাইগুড়ি: নেই কোনও লোকাল ট্রেন। বেসরকারি বাসের সংখ্যাও খুব কম। উত্তরের জেলাগুলিতে একজায়গা থেকে অ্যনত্র যেতে একমাত্র ভরসা উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগম। উল্লেখ্য, পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে উত্তরবঙ্গ পরিবহণ দফতর এই যোগাযোগ ব্যবস্থাকে আরও মজবুত করতে রাস্তায় নামিয়েছে প্রচুর বাস। জানা যায়, কোচবিহার শিলিগুড়ি রুটে সবচাইতে বেশি যাত্রী মিলে। শুধুমাত্র এই রুটেই বর্তমানে সরকারি বাসের পরিমাণ ২৫টি। বেসরকারি উদ্যোগেও চলে বহু বাস, কিন্তু যাত্রীরা যেন প্রতিটা বাসস্ট্যান্ডে মুখিয়ে থাকে সরকারি নীল-সাদা বাস ধরতে।
আরও পড়ুন-মোহনবাগানের সাফল্য আমাদের গর্ব, সবুজ-মেরুন সচিবকে অভিনন্দন বার্তা মুখ্যমন্ত্রীর
সরকারি বাসগুলি বিলাসবহুল ও অত্যাধুনিক হওয়ায় যেমন দূরের যাত্রাতেও ক্লান্তি হয় না একইভাবে সঠিক সময়ে গন্তব্যে পৌঁছে দেওয়ায় আরও চাহিদা বেড়েছে। এই পরিস্থিতিতে বেকায়দায় বেসরকারি বাস মালিকেরা। দূর থেকে যাতে বেসরকারি বাস চিনতে না পারা যায় তাই অভিনব পদ্ধতির গ্রহণ করেছে উত্তরবঙ্গের বেশ কয়েকটি বেসরকারি বাস। রীতিমতো নীল সাদা রং করে অবিকল সরকারি বাসের মতো রূপ দিয়েছে বিভিন্ন রঙে থাকা বাসগুলিকে। যা দেখে স্বাভাবিকভাবেই বলছেন রাজ্য সরকারের ওপরেই ভরসা মানুষের। উত্তরবঙ্গ পরিবহণ সংস্থার চেয়ারম্যান পার্থপ্রতিম রায় বলেন, প্রতিদিন হাজার হাজার মানুষ উত্তরবঙ্গ পরিবহণ সংস্থার বাসগুলির পরিষেবা উপভোগ করেন। সঠিক সময়ে গন্তব্যে পৌঁছে দেওয়া যেমন উদ্দেশ্য, তেনই যাত্রীদের নিরাপত্তার দিকটাও আমরা সবচাইতে বেশি গুরুত্ব দিই। মানুষ সবকিছু বুঝেই সরকারি বাসের উপর ভরসা করছে বেশি।