প্রতিবেদন : সংখ্যালঘুদের পাশাপাশি দেশে সংখ্যাগুরুরাও সুরক্ষিত নয়। আর মুসলিমদের সর্বস্ব লুঠ করে দেশ থেকে তাড়িয়ে দেওয়ার চক্রান্ত করছে মোদি-শাহ! ওয়াকফ সংশোধনী আইন ও রাষ্ট্রীয় সন্ত্রাসের প্রতিবাদে সাংবাদিক সম্মেলনে এভাবেই কেন্দ্রকে বিঁধলেন বঙ্গীয় ইমাম পরিষদ-সহ বিভিন্ন সংখ্যালঘু সংগঠনের প্রতিনিধিরা। বৃহস্পতিবার কলকাতা প্রেস ক্লাবে সাংবাদিকদের মুখোমুখি হন অল ইন্ডিয়া মাইনরিটি অ্যাসোসিয়েশন, সংগ্রামী আদিবাসী মঞ্চ, অল ইন্ডিয়া ওয়াকফ প্রপার্টি অ্যান্ড মাইনরিটি ডেভেলপমেন্ট-সহ একগুচ্ছ সংখ্যালঘু সংগঠনের প্রতিনিধিরা। বাংলার মুসলিম সম্প্রদায়কে শান্তির বার্তা দিয়েছেন তাঁরা। বাংলার মাটিতে কোনওরকম সাম্প্রদায়িক হিংসা যাতে না হয়, সেই বিষয়ে সতর্ক করেছেন বঙ্গীয় ইমাম পরিষদের সাধারণ সম্পাদক রইসউদ্দিন পুরকাইত। এদিন তিনি বলেন, ওয়াকফ (WAQF) সংশোধনী বিল-সহ এনআরসি, সিএএ করে মোদি-শাহরা মুসলিমদের দেশ থেকে তাড়িয়ে দেওয়ার চক্রান্ত করছে। এই বিজেপি সরকার সারাদেশে মুসলিম-ফোবিয়া ছড়িয়ে দিয়েছে। বিজেপি রাজ্যগুলিতে মুসলিমরা নানাভাবে আক্রান্ত হচ্ছে। দলিত, আদিবাসীরাও নিস্তার পাচ্ছেন না। তাঁদের জমির অধিকার-সহ সাংবিধানিক অধিকার কেড়ে নিচ্ছে সরকার। নকশাল বলে খুন করে দিচ্ছে। অনেকে মনে করছেন, দাঙ্গা লাগিয়ে জিতব হয়তো। সেটা অন্য রাজ্যে হতে পারে, কিন্তু এই সোনার বাংলায় সেটা কখনওই হবে না। কারণ, এটা সম্প্রীতির মাটি। এখানে সনাতনী হিন্দু আর মুসলিমরা ভাই-ভাই।
আরও পড়ুন- ‘শিক্ষাকর্মীদেরও পাশে আছি’ সুপ্রিম কোর্টের রায় নিয়ে ব্রাত্য বসু
মানুষের ছোট ছোট অসুবিধাগুলিকে দূর করে তাদের জীবন সহজ করা। সেবার মধ্যে দিয়ে কঠিন বাধা…
নাগপুর : এবারে কি সত্যিই ঘনিয়ে এল মোদির বিদায়বেলা? দলের অন্দর থেকেই সুস্পষ্ট বার্তা, অনেক…
শ্রীনগর : সেনাবাহিনীর (Indian Army) সঙ্গে কিশতওয়ারের জঙ্গলে লুকিয়ে থাকা জঙ্গিদের গুলির লড়াই শুরু হয়েছিল…
ওয়াশিংটন: ইউরোপের দেশগুলির উপর শুল্কের ভার চাপিয়ে গ্রিনল্যান্ড (Greenland_America) দখল করার কৌশল নিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট…
নয়াদিল্লি : কেন্দ্রীয় সরকারের সাহিত্য অ্যাকাডেমি পুরস্কার স্থগিত রাখার সিদ্ধান্তের প্রতিবাদে অভিনব পদক্ষেপ নিলেন তামিলনাড়ুর…
সংবাদদাতা, বারাসত : জনসুনামির সাক্ষী থাকল উত্তর ২৪ পরগনার জেলা সদর বারাসত। সোমবার বারাসতের কাছারি…