ব্যুরো রিপোর্ট : উত্তরবঙ্গে প্রচারে ঝড় তুলেছে তৃণমূল কংগ্রেস (Trinamool Congress)। বিভিন্ন এলাকায় জনসংযোগও চলছে। এবার উত্তরের তিন জায়গায় সভা করলেন মন্ত্রী, কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। তাঁর সাফ কথা গোঁজ প্রার্থীদের ভোট নয়। বুধবার ইংরেজবাজার পুরসভা ও পুরাতন মালদহ পুরসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী, জেল কমিটির সদস্য ও প্রবীণ নেতৃত্বদের সঙ্গে একটি জরুরি সভা করেন মন্ত্রী ফিরহাদ হাকিম। রাজ্য সরকারের উন্নয়নের খতিয়ান তুলে ধরে প্রচার করার নির্দেশ দেন দুই পুরসভার তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) প্রার্থীদের। পাশাপাশি আসন্ন পুরভোটে রণকৌশল ঠিক করেন। প্রার্থী হতে না পেরে যেসব নেতাকর্মী নির্দল প্রার্থী হয়েছেন দলের কথা ভেবে তাঁদের নির্বাচন থেকে বিরত থাকার অনুরোধ জানান। ছিলেন প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন, জেলা সভাপতি আবদুর রহিম বক্সি-সহ কংগ্রেসের অন্যান্য নেতৃত্ব। পাশাপাশি এদিন ইংলিশ বাজারের পিঁয়াজি মোড়ে এক নির্বাচনী জনসভায় হাজির হন। এরপর তিনি কালীয়াগঞ্জ পুরসভার নির্বাচনী প্রচারে কালিয়াগঞ্জের শিমুলতলা মাঠে আয়োজিত সভায় এসে সরকারি প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে মহিলাদের মধ্যে তুমুল আলোড়ন ফেলে দিলেন মন্ত্রী ফিরহাদ হাকিম। প্রসঙ্গত সভায় আসা প্রত্যেক মহিলাকে ‘মা লক্ষ্মীর’ সঙ্গে তুলনা করলেন তিনি। তাঁর এ বক্তব্যের পর মহিলারা করতালি দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়গান শুরু করেন। শুধুমাত্র লক্ষ্মীর ভাণ্ডার নয়, মহিলাদের জন্য যে সকল প্রকল্প রাজ্য সরকার এনেছে কন্যাশ্রী, রূপশ্রী সেই সকল প্রকল্প কীভাবে সাধারণ এক ছাত্রী থেকে শুরু করে গৃহবধূদের বারংবার লাভবান করাচ্ছে তা মনে করান মন্ত্রী। তাঁর দাবি রাজ্য সরকার যতদিন ক্ষমতায় থাকবে ততদিন উন্নয়নে সচেষ্ট থাকবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তাঁর অন্যান্য মন্ত্রী পরিষদ শুধুমাত্র মহিলা নয় সাধারণ মানুষ, প্রত্যেক সম্প্রদায়কে এক ছাতার নিচে নিয়ে এসে উন্নয়ন করেই চলছে। সরকারকে আরও দৃঢ় করতে আগামী ২৭ ফেব্রুয়ারি কালিয়াগঞ্জ-সহ জেলার তিনটি পুরসভার সবাই তৃণমূলকেই নিজেদের ভোট দেবেন বলেই মনে করছেন মন্ত্রী।