বঙ্গে উধাও শীত, উষ্ণতার পথে উত্তরবঙ্গ

দক্ষিণবঙ্গের উপকূলের জেলাগুলিতে তাপমাত্রা স্বাভাবিকের অনেকটাই উপরে থাকতে চলেছে। সরস্বতী পুজোর দিন আরও বাড়বে তাপমাত্রা।

Must read

কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বলা যায় শীত উধাও। উত্তরবঙ্গেও বাড়তে চলেছে তাপমাত্রা। আজ বুধবার ও আগামিকাল, বৃহস্পতিবার কিছুটা হলেও কুয়াশার দাপট থাকবে তাও সকালের দিকে।

দক্ষিণবঙ্গের উপকূলের জেলাগুলিতে তাপমাত্রা স্বাভাবিকের অনেকটাই উপরে থাকতে চলেছে। সরস্বতী পুজোর দিন আরও বাড়বে তাপমাত্রা। আগামী চার-পাঁচ দিন আবহাওয়ায় পরিবর্তনের খবর নেই। উত্তরবঙ্গে তাপমাত্রা বাড়বে। ২ থেকে ৩ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়ার সাম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে জেলাগুলিতে। বিহার সংলগ্ন উত্তরবঙ্গের জেলাগুলিতে হালকা কুয়াশা হতে পারে।

আরও পড়ুন-নিজের বায়োপিকের স্ক্রিপ্ট এবার নিজেই লিখছেন মহারাজ

কলকাতায় পরিষ্কার আকাশ। শীতের আমেজ নেই বললেই চলে। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। আজ, বুধবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৮.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি বেশি। গতকালতাপমাত্রা ছিল ১৮.৭ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.৯ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের চেয়ে সেটা ৩ ডিগ্রি বেশি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৫৯ থেকে ৯৪ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় ১৯ ডিগ্রি সেলসিয়াস থেকে ২৯ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে কলকাতা শহরে তাপমাত্রা থাকবে।

আরও পড়ুন-বাগদেবীর আরাধনায় প্রেসিডেন্সি, তৃণমূল ছাত্র পরিষদের অভিনব থিম, পৌরোহিত্য করবেন মহিলা প্রাক্তনী

উত্তর-পশ্চিম ভারতে পশ্চিমী ঝঞ্ঝার দাপট বিদ্যমান। এই পশ্চিমী ঝঞ্ঝায় আরব সাগর থেকে অনেক জলীয় বাষ্প ঢুকছে। এই পশ্চিমী ঝঞ্ঝাটি ক্রমশ পূর্ব ভারতের দিকে এগোবে। আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা আসছে উত্তর-পশ্চিম ভারতে। আগামী ২৭ জানুয়ারি শুক্রবার সেই পশ্চিমী ঝঞ্ঝা উত্তর-পশ্চিম ভারতে ঢোকার সম্ভাবনা রয়েছে।

Latest article