পুরসভা ও নিগমগুলিতে আর্থিক স্বচ্ছতা বজায় রাখতে রাজ্য সরকার কঠোর অবস্থান নিচ্ছে। পুর ও নগরোন্নয়ন দফতরের আগাম অনুমোদন ও আর্থিক ছাড়পত্র না নিয়ে ৪৫ লক্ষ টাকার বেশি মূল্যের কোনও কাজের নির্দেশ বা ওয়ার্ক অর্ডার জারি করা যাবে না বলে রাজ্যের সমস্ত পুরসভা ও নোটিফায়েড এরিয়া কর্তৃপক্ষকে সতর্ক করা হয়েছে। দফতরের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, নির্ধারিত সীমা অতিক্রম করে যদি কোনও পুরসভা বা কর্তৃপক্ষ কাজের নির্দেশ জারি করে, তবে তার জন্য পরবর্তীকালে দফতর কোনওভাবেই দায় নেবে না বা ‘পোস্ট-ফ্যাক্টো অ্যাপ্রুভাল’ দেবে না।
দফতর সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি দেখা গিয়েছিল কয়েকটি পুরসভা রাজ্য সরকারের অনুমোদন ছাড়াই উচ্চমূল্যের কাজের নির্দেশ জারি করেছে। তদন্তে জানা যায়, এই ধরনের পদক্ষেপ পশ্চিমবঙ্গ মিউনিসিপ্যাল অ্যাক্ট, ১৯৯৩–এর বিধান লঙ্ঘন করছে। সেই কারণেই পুরসভাগুলিকে নতুন করে সতর্ক করা হয়েছে।
আইনের ৭১ ও ৭৩(এ) ধারা অনুযায়ী, রাজ্য সরকার পুরসভাগুলিকে অনুদান বা আর্থিক সাহায্য দিতে পারে, তবে সেই অর্থের ব্যবহার নির্ধারিত সীমার মধ্যেই করতে হবে। ওই বিধান অনুযায়ী, চেয়ারম্যান ১ লক্ষ টাকা পর্যন্ত, চেয়ারম্যান-ইন-কাউন্সিল ৫ লক্ষ টাকা পর্যন্ত, আর বোর্ড অফ কাউন্সিলরস ৪৫ লক্ষ টাকা পর্যন্ত ব্যয় অনুমোদন করতে পারে। এর বেশি অর্থমূল্যের কোনও প্রকল্প হাতে নিতে গেলে রাজ্য সরকারের নগরোন্নয়ন ও পুর দফতরের পূর্বানুমোদন আবশ্যক।
দফতরের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, নির্ধারিত সীমা অতিক্রম করে যদি কোনও পুরসভা বা কর্তৃপক্ষ কাজের নির্দেশ জারি করে, তবে তার জন্য পরবর্তীকালে দফতর কোনওভাবেই দায় নেবে না বা ‘পোস্ট-ফ্যাক্টো অ্যাপ্রুভাল’ দেবে না।
আরও পড়ুন- উত্তরের দুর্গতদের পাশে কৃষি বিপণন দফতর, ত্রাণ শিবিরে ১ লক্ষ কেজির বেশি আলু-পেঁয়াজ সরবরাহ
দফতরের এক আধিকারিক জানিয়েছেন, এই নির্দেশিকাটি মূলত সব স্থানীয় সংস্থাকে আর্থিক শৃঙ্খলা ও স্বচ্ছতা বজায় রাখার বার্তা দিচ্ছে। নাগরিক প্রকল্পের কাজের ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহির যে কাঠামো মিউনিসিপ্যাল অ্যাক্টে নির্দিষ্ট করা আছে, সেটিই আরও একবার জোরদার করা হয়েছে।
নির্দেশিকাটি ইতিমধ্যেই UD&MA দফতরের সিনিয়র আধিকারিক, ডিরেক্টর অফ লোকাল বডিজ, স্টেট আরবান ডেভেলপমেন্ট এজেন্সি এবং সব পুরসভার চেয়ারম্যান, প্রশাসক, এক্সিকিউটিভ অফিসার ও ফিনান্স অফিসারদের কাছে পাঠানো হয়েছে। একই সঙ্গে নির্দেশ দেওয়া হয়েছে, এই বিজ্ঞপ্তি দফতরের ওয়েবসাইটেও প্রকাশ করতে হবে যাতে সকলের অবগতির জন্য তা সহজলভ্য থাকে।