বাতিল করে দেওয়া হল মোদির বিরুদ্ধে কৌতুকাভিনেতার মনোনয়ন

হারাল বৈচিত্রও। নির্বাচনের একঘেয়েমি কাটানোর এক ব্যতিক্রমী সুযোগ এবারেই প্রথম পেয়েছিল উত্তরপ্রদেশের এই নজরকাড়া কেন্দ্রের বাসিন্দারা।

Must read

প্রতিবেদন : অনেকটাই ম্লান হয়ে গেল বারাণসীর ভোটযুদ্ধের আকর্ষণ। হারাল বৈচিত্রও। নির্বাচনের একঘেয়েমি কাটানোর এক ব্যতিক্রমী সুযোগ এবারেই প্রথম পেয়েছিল উত্তরপ্রদেশের এই নজরকাড়া কেন্দ্রের বাসিন্দারা। কারণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে প্রার্থী হতে এখানে মনোনয়ন জমা দিয়েছিলেন এমন এক কৌতুকাভিনেতা, মোদির গলা নকল করে যিনি অর্জন করেছেন অসাধারণ জনপ্রিয়তা। কিন্তু কোনও এক অজুহাতে বাতিলই করে দেওয়া হল তাঁর মনোনয়নপত্র। প্রশ্ন উঠেছে, এর নেপথ্যে কি কলকাঠি নেড়েছে গেরুয়া শিবিরই? জনপ্রিয় কৌতুকাভিনেতা তাঁর বিরুদ্ধে প্রার্থী হওয়ায় স্বয়ং প্রধানমন্ত্রী কি সত্যিই রীতিমতো অস্বস্তিতে পড়ে গিয়েছিলেন?

আরও পড়ুন-ইন্টারনেট বিভ্রাটের নিরিখে শীর্ষে ভারত

শ্যাম রঙ্গেলা, একজন কৌতুক অভিনেতা। তাঁর ছদ্মবেশের জন্য তিনি যথেষ্ট পরিচিত। বারাণসী লোকসভা আসনের জন্য শ্যামের মনোনয়ন বাতিল করা হয়েছে প্রয়োজনীয় হলফনামা জমা দিতে না পারায়। ১৪ মে তিনি সফলভাবে মনোনয়নপত্র পেশ করেন এবং এক্স হ্যান্ডেলে তা জানিয়ে একটি ভিডিও পোস্ট করেন। কিন্তু একদিন পরেই নির্বাচন কমিশনের ওয়েবসাইটে দেখা যায় মনোনয়ন বাতিল করা হয়েছে তাঁর। ফলে বিস্মিত সাধারণ মানুষ।
প্রধানমন্ত্রীর গলা নকল করে একাধিকবার বিতর্কে জড়িয়েছেন শ্যাম। কিন্তু মিমিক্রি করা বন্ধ করেননি। সোশ্যাল মিডিয়ায় মূলত এই কারণেই তিনি ভীষণ জনপ্রিয়। ইউটিউবে ১০ লাখ সাবস্ক্রাইবার তাঁর। বারাণসীতে নির্দল প্রার্থী হিসেবে মোদির বিরুদ্ধে লড়লে সেই কেন্দ্র নিয়ে যে অন্যরকম চর্চা হত তা বলাই যায়। কিন্তু তেমনটা হওয়ার আর সুযোগ নেই। একদিন আগে, শ্যাম রঙ্গেলা দাবি করেছিলেন যে ১০ মে থেকে তিনি মনোনয়ন জমা দেওয়ার চেষ্টা করা সত্ত্বেও, প্রধানমন্ত্রী মোদি যেদিন মনোনয়নপত্র জমা দিয়েছিলেন সেদিন তাঁকে জেলা ম্যাজিস্ট্রেটের অফিসে প্রবেশ করতে দেওয়া হয়নি। তাঁর কথায়, জয়-পরাজয় আলাদা বিষয়, তবে আমি যেকোনও মূল্যে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে নির্বাচনে লড়তে চাই। আমি বিখ্যাত হওয়ার জন্য নির্বাচনে লড়ছি না, আমি এমনিতেই জনসাধারণের কাছে খুবই পরিচিত।

আরও পড়ুন-শীর্ষ আদালতে জোরালো ধাক্কা খেল বিজেপি, ধোপেই টিকল না কেজরির জামিন বাতিলের আবেদন

কংগ্রেস নেতা সুরেন্দ্র রাজপুত শ্যাম রঙ্গেলাকে সমর্থন করেছেন। তিনি জোর দিয়ে বলেছেন, প্রধানমন্ত্রী মোদি-সহ সকলের মনোনয়ন জমা দেওয়ার অধিকার রয়েছে। কিন্তু প্রশাসনই তা হতে দিচ্ছে না। শ্যামের অভিযোগ, প্রথমবার তিনি মনোনয়ন জমা দিতে গেলে তাঁকে ফিরিয়ে দেওয়া হয়। পরে সব নিয়মমাফিক করার পরেও তাঁর মনোনয়নপত্র বাতিল করেছে নির্বাচন কমিশন। সত্যিই অনেকটাই আকর্ষণ হারাল বারাণসীর লড়াই।

Latest article