বিএস ইয়েদুরাপ্পার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি

বিএস ইয়েদুরাপ্পার (B. S. Yediyurappa) বিরুদ্ধে জামিন-অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি করল বেঙ্গালুরুর আদালত।

Must read

বিএস ইয়েদুরাপ্পার (B. S. Yediyurappa) বিরুদ্ধে জামিন-অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি করল বেঙ্গালুরুর আদালত। পকসো মামলায় কর্ণাটকের প্রাক্তন মুুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতার বিরুদ্ধে জামিন-অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। তবে আপাতত তিনি বেঙ্গালুরুতে নেই, আছেন দিল্লিতে। জন্য গিয়েছে, ফিরে তিনি তদন্ত প্রক্রিয়ায় সহযোগিতা করবেন। যদিও সিআইডি আগেই তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠিয়েছিল। তবে তিনি সময় চেয়ে সিআইডির জিজ্ঞাসাবাদ এড়িয়ে যান।

আরও পড়ুন-ভারতেও ছড়াচ্ছে বার্ড ফ্লু, জারি সতর্কতা

পুলিশের তরফে খবর, পকসো আইন এবং ভারতীয় দণ্ডবিধির ৩৫৪এ (যৌন হেনস্থা) ধারায় বিএস ইয়েদুরাপ্পার বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। প্রসঙ্গত,গত ফেব্রুয়ারিতে বেঙ্গালুরুর ডলারস কলোনিতে নিজের বাসভবনে একটি ১৭ বছরের মেয়ের যৌন হেনস্থা করেন ইয়েদুরাপ্পা। তার হয়ে অভিযোগ করেন এক মহিলা। তবে দুঃখের বিষয়, ৫৪ বছরের ওই মহিলা গত মাসে ফুসফুসের ক্যানসারে মারা গিয়েছেন। তাঁর অভিযোগের ভিত্তিতে সিআইডির হাতে মামলার তদন্তভার দেওয়া হয়। সদাশিবনগর থানায় ইয়েদুরাপ্পার বিরুদ্ধে মামলা রুজু হওয়ার কয়েক ঘণ্টা পরেই ১৪ মার্চ একটি নির্দেশিকা জারি করা হয়। সেখানে কর্ণাটক পুলিশের ডিজি অলোক মোহন জানান অভিযোগের ওপর ভিত্তি করেই তদন্ত করবে সিআইডি। এপ্রিলে ইয়েদুরাপ্পার কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করে সিআইডি। তদন্তকারী সংস্থার আইনজীবী হিসেবে কর্ণাটকের কংগ্রেস সরকার স্পেশাল পাবলিক প্রসিকিউটর (এসপিপি) অশোক এইচ নায়েককে নিযুক্ত করেছে।

Latest article