ন্যাজাট থানায় আন্দোলনের ফলে বিজেপি (BJP) নেতাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। সেখানে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar) সহ একাধিক নেতার নাম রয়েছে। রবিবার এই খবর প্রকাশ্যে আসতেই বিজেপির অন্দরে একটু অস্বস্তি দেখা দিয়েছে। সেদিন ১৪৪ ধারা ভেঙে আন্দোলনের ফলে অভিযোগ দায়ের করা হয়েছে। বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, নেত্রী অর্চনা মজুমদার–সহ বেশ কয়েকজন নেতার বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। যে ধারাগুলি উল্লেখ করা হয়েছে সেগুলি সব জামিন অযোগ্য ধারা। এর রেশ কাটার আগেই বাড়ি থেকে গাঁজা উদ্ধার হওয়ায় বিজেপির পঞ্চায়েত সদস্যা রূপা রায়ের স্বামী গ্রেফতার হয়েছেন। সামনেই লোকসভা ভোট আর এর মধ্যেই পর পর এতগুলো ঘটনা হওয়ায় বেশ চাপে পড়ে গিয়েছে বিজেপি নেতারা।
কিছুদিন আগেই বিজেপি নেতারা ন্যাজাট থানা অভিযানের ডাক দেয়। বিজেপির কর্মসূচি শুরুর মধ্যে থানা থেকে প্রায় ১ কিলোমিটার আগে ১৪৪ ধারা জারি করেছিল পুলিশ। কোনরকম অপ্রীতিকর ঘটনা এড়াতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দেওয়া ছিল গার্ডরেল। অতিরিক্ত পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছিল। কোন বাধার তোয়াক্কা না করেই এগিয়ে যায় বিজেপি নেতারা। বিজেপি কর্মীদের রণংদেহী মেজাজে সেদিন বিশৃঙ্খলার পরিবেশ সৃষ্টি হয়েছিল। ন্যাজাট থানার সামনে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছিল।