সুষ্ঠু পরিষেবায় কেন্দ্রের অসহযোগ ইএসআই হাসপাতাল

মঙ্গলবার আসানসোলে ইএসআই হাসপাতালে অত্যাধুনিক বেশ কিছু পরিষেবার উদ্বোধনে এসে এভাবেই কেন্দ্র সরকারকে একহাত নিলেন রাজ্যের শ্রমমন্ত্রী বেচারাম মান্না।

Must read

সংবাদদাতা, আসানসোল : ‘‘সুষ্ঠুভাবে স্বাস্থ্য পরিষেবা চালাতে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার কোনওরকম সহায়তা করছে না। বাঁকুড়ার বড়জোড়া, পশ্চিম মেদিনীপুরের হলদিয়া ও উত্তরবঙ্গের শিলিগুড়িতে ইএসআই হাসপাতাল তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে। কেন্দ্রের অসহযোগিতায় করা যাচ্ছে না। একই কারণে আসানসোলে ৩০০ শয্যার সম্প্রসারিত ভবনও চালু করা যাচ্ছে না।’’ মঙ্গলবার আসানসোলে ইএসআই হাসপাতালে অত্যাধুনিক বেশ কিছু পরিষেবার উদ্বোধনে এসে এভাবেই কেন্দ্র সরকারকে একহাত নিলেন রাজ্যের শ্রমমন্ত্রী বেচারাম মান্না।

আরও পড়ুন-পুরুলিয়া ও বাঁকুড়ায় জোর প্রস্তুতি, একজোট থাকার বার্তা

এদিন বেচারাম আইসিইউ, এইচডিইউ, সিটিস্ক্যান ও লিকুইড অক্সিজেন প্ল্যান্টের ফলক উন্মোচন ও উদ্বোধন করেন। বিএসসি নার্সিং ট্রেনিংয়ে ল্যাম্প লাইটিং (পঞ্চম ও ষষ্ঠ ব্যাচ) ও গ্র্যাজুয়েশন সেরিমনি (প্রথম ও দ্বিতীয় ব্যাচ) সূচনা করেন। ১০০ জন নার্সিং প্রশিক্ষণে শপথ গ্রহণ করেন। মন্ত্রী প্রশিক্ষণ শেষ করা মেয়েদের হাতে পদক ও মানপত্রও তুলে দেন। ছিলেন ইএসআই অধিকর্তা তন্ময় চক্রবর্তী, জেলাশাসক এস অরুণ প্রসাদ, তীর্থঙ্কর সেনগুপ্ত, তমোজিৎ চক্রবর্তী, ডাঃ অতনু ভদ্র, উৎপল সিংহ ও শ্রাবণী মণ্ডল। বেচারাম বলেন, আসানসোল ইএসআই হাসপাতালের সিটি স্ক্যান ইউনিটটি পিপিপি মডেলে চালানো নিয়ে চিন্তাভাবনা চলছে। চারটি ইএসআই হাসপাতালে লিকুইড অক্সিজেন প্ল্যান্ট চালু করা হল। আসানসোল, চাঁপদানি, বালটিকুরি ও উলুবেড়িয়া-সহ রাজ্যের ১৩টি হাসপাতালেই লিকুইড অক্সিজেন প্ল্যান্ট হবে।

Latest article